রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে জুলাই অভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের ভাই রমজান আলী বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে শহিদ ভাইদের হত্যাকা-ের বিচার করতে হবে। শহিদদের হত্যার বিচারের আগে নির্বাচন হওয়া যাবে না।
তিনি আরও বলেন, ‘শহিদদের হত্যার বিচার করেন, না হয় আমাদের ভাইদের ফিরিয়ে দেন। ১৬ জুলাই শহিদ আবু সাঈদ যে কারণে দুই হাত প্রসারিত করে জীবন দিয়েছে, সেই প্রাপ্তি কী আমরা পেয়েছি? যদি না পেয়ে থাকি, তাহলে আমাদের ভাইদের ফিরিয়ে দেওয়া হোক।’
গতকাল শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
‘ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় আবরারকে হত্যা করা হয়’: দুই বছর আগে বুয়েটে ছাত্রলীগের হাতে নির্মম হত্যাকা-ের শিকার শহিদ আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ বলেছেন, ‘আমার ছেলের কী দোষ ছিল? আমার ছেলের দোষ ছিল ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়া। ভারতের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় আমার ছেলেকে হত্যা করা হয়। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বরকতুল্লাহ এ কথা বলেন।’
তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে স্বৈরাচারী আওয়ামী লীগের বিভিন্ন অবাধ চুক্তির বিরুদ্ধে আওয়াজ তোলায় আমার ছেলেকে হত্যা করা হয়। আমার ছেলেকে হত্যা করা হয় ২০১৯ সালে। ছয় বছর হয়ে গেছে, এখনো সেই হত্যার বিচার করা হয়নি। আমি এই অন্তর্বর্তী সরকারকে বলব, জুলাই হত্যাকা-সহ এই স্বৈরাচার যতগুলো হত্যাকা- ঘটিয়েছে, সব হত্যার বিচার করতে হবে।
আপনার মতামত লিখুন :