রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০২:০০ এএম

সালমান শাহ হত্যা মামলা

ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন, ৫ দাবি ভক্তদের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০২:০০ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর পরিকল্পিত হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার বিকেলে উত্তাল ছিল রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বর। পূর্বঘোষণা অনুযায়ী এদিন মানববন্ধন কর্মসূচি করেন সালমান শাহর ভক্তরা। সরেজমিনে দেখা যায়, এদিন মা-বাবার হাত ধরে শিশু-কিশোর থেকে শুরু করে অনেক তরুণ-তরুণী মানববন্ধনে অংশ নেন।

এ সময় সালমানভক্তরা স্লোগন তোলেন ‘খুনিরা জেলে যাক, ছেলেহারা মায়ের ডাক’, ‘বিচার চাই বিচার চাই, সালমান হত্যার বিচার চাই’। উপস্থিত অনেকে ‘সালমান হত্যার বিচার চাই’ লেখা সংবলিত পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছিলেন। এই মানববন্ধনে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে সালমান ভক্ত-অনুরাগীরা।

এ সময় সালমান শাহর ভক্তরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে-

১. পিবিআই প্রতিবেদনে যে পাঁচটি কারণ উল্লেখ করা হয়েছিল, তা পুনরায় খতিয়ে দেখতে হবে। র‌্যাবের তদন্ত স্থগিত করে কেন পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল? পিবিআইয়ের পক্ষপাতমূলক প্রতিবেদনে যেই অসংগতিগুলো ছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করতে হবে।

২. মামলায় অভিযুক্ত আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আসামিদের আত্মগোপন বা পলায়ন প্রমাণ করে তারা অপরাধী। নিরপরাধ কোনো ব্যক্তি পালিয়ে থাকে না। মহামান্য হাইকোর্টের কাছে ভক্তদের বিনীত আবেদন থাকছে যে, পালিয়ে থাকা আসামিরা যেন আগাম জামিন না পায়।

৩. আসামিদের অদৃশ্য পেশিশক্তির প্রভাবে ২৯ বছর ধরে মামলাটি মিথ্যার মোড়কে আটকে ছিল, যা একটি দীর্ঘ সময়। তাই ন্যায়বিচার প্রতিষ্ঠায় আর যেন বিলম্ব না হয়, এর জন্য দেশের চলমান আইনের নিয়মানুসারে হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. বাংলাদেশ সরকারের কাছে সালমান শাহ ভক্তদের আবেদন, বিদেশে পালিয়ে থাকা আসামিদের ইন্টারপোলের সহায়তায় খুঁজে বের করে গ্রেপ্তার করে দেশে এনে হত্যা মামলাটির বিচারকাজ অতি দ্রুত সম্পন্ন করে সব শ্রেণি-পেশার মানুষের প্রাণের দাবি প্রতিষ্ঠিত করতে হবে।

৫. ডিবি ও সিআইডি থেকে আত্মহত্যার কথা উল্লেখ করে কেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল, তারও সুষ্ঠু তদন্তের ভিত্তিতে বিচারের দাবি জানাচ্ছি।

এ সময় সালমান শাহর ভক্ত মাসুদ রানা নকীব বলেন, ‘মূল সামিরা গ্রেপ্তার হলে এই হত্যার নেপথ্যে যারা ছিলেন, তারা বেরিয়ে আসবে। আমাদের আর কোনো দাবি নেই, সালমান শাহ হত্যার বিচার চাই।’

মিরপুর থেকে আসা তাসনিয়া তাবাসসুম বলেন, ‘আমার জন্মের আগেই সালমান শাহ মারা গেছেন। পরিবারের কাছে এবং তার সিনেমা দেখে জেনেছি। সালমান শাহর স্টাইল ভালো লাগত। তার মতো নায়ক আর আসবে না। এই মানববন্ধনের কথা শুনে মিরপুর থেকে এসেছি।’

সালমান শাহর সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন প্রডাকশন বয় মতিউর রহমান। তিনি রূপালী বাংলাদেশকে বলেন, ‘পরিচয় হওয়ার পর থেকে সালমান ভাই সবাইকে বলে দিয়েছেন তার প্রতিটি সিনেমায় আমাকে রাখার জন্য। একবার কয়েক দিন শুটিংয়ে যাইনি। সালমান ভাই আমার বাসার ঠিকানা নিয়ে খোঁজ নিতে বাসায় আসেন। এসে দেখেন আমার প্রচণ্ড জ্বর। তখন সালমান ভাই আমার মাথায় পানি দিয়ে দেন। ভাইয়ের হত্যার বিচার চাই।’

মানববন্ধনে বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নিলেও ‘প্রেমপ্রিয়সী’ সিনেমার পরিচালক রেজা হাসমত ছাড়া আর কাউকে দেখা যায়নি। এর আগে গত শুক্রবার এফডিসির সামনে মানববন্ধন করেন শাকিব খানের ভক্তরা। এ সময় তারা সালমান শাহর হত্যাকারীদের বিচারের দাবি জানান এবং শাকিব খানকে রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার দাবি তোলেন। প্রেসক্লাবেও বরিশাল থেকে শাকিব খানের এক ভক্ত এসেছিলেন সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে।

সম্প্রতি সালমান শাহর মামা আলমগীর কুমকুম তার ভাগ্নেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেখানে সালমানের সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে।  আরও আসামি করা হয়েছে গডফাদার আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডনসহ ১১ জনকে। এরই মধ্যে দেশে থাকা আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Link copied!