ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

এসিআই গোদরেজ অ্যাগ্রোভেটকে অ্যাডভান্সড ট্রানজ্যাকশন ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০২:২৩ এএম

এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেডকে অ্যাডভান্সড ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশন দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এর ফলে প্রতিষ্ঠানটির পেমেন্ট অপারেশন্স ও পরিচালন কার্যক্রম  আরও সহজ ও কার্যকর হবে। সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি, এফআই অ্যান্ড করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মো. শাহীন ইকবাল, সিএফএ এবং এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেডের হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মো. মহিউদ্দিন।