ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

আইএএমপিএলসির বার্ষিক সাধারণ সভা

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০২:২৭ এএম

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসির (আইএএমপিএলসি) ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে কোম্পানির বোর্ডরুমে সভাটি হয়। কোম্পানির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারসহ অন্য পরিচালক এবং শেয়ার মালিকেরা উপস্থিত ছিলেন। ২০২৪-২৫ অর্থবছরে আইএএমপিএলসির ৪৮ দশমিক ৫৫ কোটি টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে। সভায় কোম্পানির শেয়ার মালিকেরা ২০২৪-২৫ অর্থবছরের জন্য অন্তর্বর্তীকালীন ৪০ শতাংশ নগদ ও চূড়ান্ত ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।