খুলনার পাইকগাছায় অর্ধশত হতদরিদ্র গরিব ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার কপিলমুনি ইউপির কাজী মুছা মসজিদ চত্বরে আল-কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৫০ জন গরিব ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে এ খাদ্য সহয়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কয়রা পাইকগাছা আসনের বিএনপির এমপি মনোনয়নপ্রত্যাশী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক। প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম রফিক বলেন, অসহায় মানুষের জন্য দীর্ঘদিন ধরে নীরবে নিবৃতে কাজ করে যাচ্ছে আল-কোরআন ফাউন্ডেশন। দরিদ্র মানুষের খাদ্য, চিকিৎসা, শিক্ষাসহ নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে অসহায়দের জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী দানবীর শরিফুল ইসলাম খোকন সানা বলেন, অসহায়দের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন