চট্টগ্রামের আনোয়ারায় কুসুমকলি আর্ট স্কুলের ২১ বছরে পদার্পণ উপলক্ষে ‘রঙ-তুলিতে আনোয়ারা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার আবদুল জলিল স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুসুমকলি আর্ট স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ছালামত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী এম. আবদুল নূর তুষারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা আবু মোহাম্মদ নিপার চৌধুরী।
এ সময় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে স্কুলটির পরিচালক ব্যাংকার আমিনুল ইসলাম মামুন, প্রধান আলোচক ছিলেন আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান চৌধুরী। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮৩ জন প্রতিযোগীকে সাধারণ পুরস্কার এবং ১৫ জনকে ক্রস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয় অঙ্কুশ পাল ও দ্বিতীয় হয় নবনীতা সুশীল পূজা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন