মুরাদনগরে কুমিল্লা নামে বিভাগসহ ১০ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। গতকাল শনিবার সকালে সামাজিক সংগঠন মুরাদনগর সমিতি ঢাকার উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়। মানববন্ধন বক্তারা কুমিল্লা নামে বিভাগ, মুরাদনগরকে জেলা ঘোষণা, উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা, উপজেলার উত্তর-দক্ষিণে যেকোনো স্থানে ‘নতুন উপজেলা’ ঘোষণা, গ্যাস সংযোগ, ইপিজেড নির্মাণ বাস্তবায়ন, গোমতীর দুই পাড়ে বেড়িবাঁধ নির্মাণ, কৃষি জমিতে গভীর নলকূপ বসানো, গোমতী নদীসহ অন্যান্য নদী ও খালগুলো খনন, বিশ্ববিদ্যালয়, কৃষি কলেজ, টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউট ও পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বাল্যবিবাহ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, যৌতুক প্রথা, মাদকাসক্তি, জঙ্গিবাদ, কিশোর গ্যাং, ইভটিজিং বন্ধের দাবি জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন