জয়পুরহাটের আক্কেলপুরে রায়কালী ইউনিয়নে অ্যাডভোটেককে মারধরের চেষ্টার ঘটনায় কলেজের সাবেক অধ্যক্ষকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন। মোজাম্মেল হোসেন রায়কালী ইউনিয়নের বাসিন্দা ও কালাই ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবং রায়কালী বাজার বণিক সমিতির উপদেষ্টা। গতকাল শনিবার সকালে রায়কালী বাজারের নিজ প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রায়কালী বাজারে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দুর্নীতির বিষয়ে আমি সবসময়ই সোচ্চার ও প্রতিবাদী ছিলাম। আমার প্রতিবাদী কর্মকা- থেকে বিরত রাখার জন্য সুপরিকল্পিতভাবে একটি মহলের প্ররোচনায় আমার বিরুদ্ধে আইনজীবী ইমন মাহমুদের দ্বারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হয়। ইতিপূর্বে আমি কখনো আইনজীবী ইমন মাহমুদকে দেখিনি, তার সঙ্গে আমার কোনো ঝগড়া-বিবাদও নাই। অথচ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন