সিরাজগঞ্জের সলঙ্গায় ১২ ইঞ্চি লম্বা কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা। গত শুক্রবার বিকেলে উপজেলার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমান ওরফে লাবুর বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ সলঙ্গা থানার ভেংরী গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম বাবলু (৫২), একই থানার দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মো. শহিদুল ইসলাম (৫২) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে মো. কফিল উদ্দিন (৪৮)। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শুক্রবার বিকেলে সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের পলাতক আসামি হামিদুর রহমান ওরফে লাবুর বাড়ি থেকে ১২ ইঞ্চি লম্বা ৯৪.২৬০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ উদ্ধারসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন