সিলেটের ওসমানীনগরের বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওসমানীনগরের দয়ামীর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের প্রাইভেটকারচালক হারুন মিয়া ও তার মেয়ে আনিছা বেগম (১০)। আহতরা হলেন-একই গ্রামের মুকিত মিয়া (৩৫), রাহিমা খাতুন (৩০), পান্না বেগম (২৩) ও মুন্নি আক্তার (২৩)। পুলিশ জানায় তারা সবাই একই পরিবারের।
শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ বলেন, সিলেট থেকে হবিগঞ্জগামী হবিগঞ্জ এক্সপ্রেস বাসটি দয়ামীর এলাকায় এলে তাজপুর থেকে সিলেটগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের চালক হারুন মিয়া ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে ওসমানীনগর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। অন্য আহতরা হাসপাতালে ভর্তি আছেন।
তিনি আরও বলেন, মরদেহ দুটি ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনাটির বিষয়ে আইনতগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া, দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন