আগামী ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ রয়েছে। এই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। রাত ৮টায় দুই দলের ম্যাচটি শুরু হবে। গত সেপ্টেম্বরে নেপালে গিয়ে প্রীতি ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়ারা। দুই দলের দুই ম্যাচের সিরিজের প্রথমটি গোলশূন্য ড্র হয়েছিল। জেনজির আন্দোলনের মুখে দ্বিতীয় ম্যাচটি না খেলে বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন বাংলাদেশের ফুটবলাররা। কয়েক মাসের ব্যবধানে আবার দুই দল পরস্পরের মুখোমুখি হচ্ছে। ঘরের মাঠে নেপালের বিপক্ষে জয় ছাড়া বিকল্প ভাবছেন না হামজা-জামালরা। ঢাকায় আসার পর হামজা বলেছেন, ‘আমরা ভারতের বিপক্ষে জিতব।’
সম্প্রতি ঘরোয়া লিগের দাবিতে আন্দোলন করেছেন নেপালের ফুটবলাররা। এই অস্থিরতার মধ্যেও নির্ধারিত সূচি অনুযায়ী প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে নেপাল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি জয়ে রাঙানোর লক্ষ্য থাকবে তাদেরও। প্রত্যাশা করা হচ্ছে, দুই দলের ম্যাচটিতে দারুণ লড়াই হবে। জয় তুলে নিয়ে ভারত ম্যাচের জন্য আত্মবিশ^াস বাড়িয়ে নিতে চায় বাংলাদেশ দল। গত ৩০ অক্টোবর থেকে অনুশীলন ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নেন বাংলাদেশের ফুটবলাররা। গত মঙ্গলবার অনুশীলনে বাড়তি মাত্রা যোগ হয়েছে হামজা চৌধুরী যোগ দেওয়ায়। ফুটবলারদের মধ্যে প্রাণচাঞ্চল্য ছিল তুলনামূলক বেশি। নেপাল ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দলের ফরোয়ার্ড রাকিব হোসেন বলেন, ‘হামজা ভাই থাকলে এমনিতেই আমাদের টিম মোরালি অনেক আপ হয়ে যায়। তো সে আসাতে আমাদের টিমের মোরাল আরও আপ হয়েছে।’
হামজার কারণে বাংলাদেশ ফুটবল প্রাণ ফিরে পেয়েছে। এরই মধ্যে ভারত ম্যাচের টিকিট ছাড়ার মিনিট ছয়েকের মধ্যেই শেষ হয়ে যায়। অনেক সমর্থক-ফুটবলপ্রেমী টিকিটের জন্য এখনো হাহাকার করছেন। হামজা থাকায় নেপাল ম্যাচেও মাঠে দর্শক টানবে বলে আশা করা হচ্ছে। নেপালের বিপক্ষে খেললেও বাংলাদেশের মূল ফোকাস ভারত ম্যাচের দিকে। নেপালের বিপক্ষে ম্যাচটি মূলত প্রস্তুতিমূলক। তাই ১৭ জন ফুটবলারকেই মাঠে নামাবেন বাংলাদেশ কোচ কাবরেরা। তিনি বলেন, ‘আমরা ভারত ম্যাচের প্রস্তুতি নিচ্ছি। তাই যতটা সম্ভব গেমটাইম দেব এবং ১৭ জনকেই ব্যবহার করার চেষ্টা করব। প্রথম একাদশ এবং ছয়জন বদলি। হ্যাঁ, ভারতের বিপক্ষে ভালোভাবে প্রস্তুত হওয়া এবং জেতার দিকেই মনোযোগ দিতে চাই।’ দলের দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোমের প্রসঙ্গে কোচ কাবরেরা বলেন, ‘আমরা চাই তারা দুজনই ভারতের ম্যাচে সেরা কন্ডিশনে থাকুক। নেপাল ম্যাচেও মাঠে নামার সম্ভাবনা আছে।’ সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দল থেকে কিংসে যোগ দেওয়া কিউবা মিচেল জাতীয় দলের ক্যাম্পেও যোগ দিয়েছেন। কিউবা প্রাথমিকভাবে ভালো খেলছেন বলে জানান কাবরেরা। তবে তাকে নিয়ে তাড়াহুড়া করতে চান না তিনি। বাংলাদেশ কোচ বলেন, ‘সে এখনো সিস্টেমের সঙ্গে পুরো মানিয়ে নেয়নি। তবে উন্নতির ক্ষেত্রে খুবই মনোযোগী এবং ইতিবাচক।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন