ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. বখতিয়ার ফাহিম রনি (২৮) গ্রেপ্তার হয়েছে। নাশকতামূলক পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বখতিয়ার ফাহিম রনি সদর উপজেলা ১৩নং বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। জেলা কৃষক লীগের প্রভাবশালী সহ-সভাপতি মো. আসলাম হোসেনের ভাতিজা। স্থানীয়দের অভিযোগ, ছাত্রলীগ নেতা রনি বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে প্রভাববিস্তার করে নিরীহ মানুষের জমি দখল, উচ্চ হারে সুদের ব্যবসায় হয়রানিসহ সন্ত্রাসী কর্মকা-ে জড়িত ছিল। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাফায়েত হোসেন জানান, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে নাশকতামূলক পরিকল্পনার অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন