বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গত মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার। ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় উপজেলা সদরের অসীম দাসকে ৭ হাজার টাকা, নুরুল হুদা(নুপুর) কে ৫ হাজার টাকা, তাপস চন্দ্র দাসকে ৩ হাজার টাকা, রাম রায়কে ৩ হাজার টাকা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে মাসুদ রানাকে ৪ হাজার টাকা, আ. মান্নান সরদারকে ১ হাজার টাকা, নজরুল ইসলামকে ২ হাজার টাকাসহ সাতটি ফার্মেসিকে ২৫ হাজার হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) অফিসের নাজির মো. সোহেল আমিন, এসআই মো. আলমগীর হোসেনসহ প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন