দেশে মোবাইল ফোন আমদানিতে সর্বোচ্চ ৫৭ শতাংশ পর্যন্ত অস্বাভাবিক শুল্ক আরোপের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন মোবাইল ফোন ব্যবসায়ী সমিতি। সমাবেশ থেকে অনতিবিলম্বে এই শুল্ক প্রত্যাহার এবং মোবাইল ফোন আমদানিকারক সিন্ডিকেট ভাঙার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।
গতকাল বুধবার সকালে নগরীর নিউমার্কেট এলাকায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে তামাকু-ি লাইন এলাকার মোবাইল ফোন ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে অংশ নেন।
সমাবেশে তামাকু-ি লাইন মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘আমরা সরকারকে কর দিতে চাই, তবে সেটি যেন একটি যৌক্তিক ও স্বচ্ছ পদ্ধতিতে হয়। বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোন আমদানি করছে ৯ জনের একটি মাফিয়া চক্র, যারা পুরো বাজার নিয়ন্ত্রণ করছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন