নওগাঁর ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে ১৬টি ইটভাটার মালিক-শ্রমিকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিতে ভাটা বন্ধের নির্দেশ প্রতাহার করে ইটভাটা পুনরায় চালু করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দেন তারা। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ইটভাটা মালিক সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মালিক সমিতির সাধারণ সম্পাদক আখরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা সরকারকে লাখ লাখ টাকা রাজস্ব দিয়ে ভাটার ব্যবসা করি। একটি ভাটায় প্রায় ২৫০ জনের কর্মসংস্থান তৈরি হয়। কিন্তু ইতিমধ্যে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর থেকে ভাটা বন্ধের নোটিশ করা হয়েছে। এমতাবস্থায় ভাটা চালু না করতে পারলে আমরা বিবিন্নভাবে ক্ষতির সম্মুখীন হব।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন