পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি ইন্দুরকানী কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ ৩২ বছর পর একাদশ শ্রেণি ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন এবং নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল বুধবার দুপুর ১২টায় কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ছাত্রশিবিরের সরকারি ইন্দুরকানী কলেজ শাখার সভাপতি মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জুবায়ের হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি। আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) এজিএস ফেরদৌস আল হাসান, সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক মো. জাকারিয়া হোসাইন, ছাত্রশিবিরের পিরোজপুর জেলা সভাপতি মো. ইমরান খান, ইন্দুরকানী উপজেলার সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম রাতুল, উপজেলা সভাপতি মো. আশরাফুল ইসলাম, সেক্রেটারি কে এম রাহাতুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন