শান্তি ও অহিংসার মাধ্যমে ব্যক্তি ও সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে গতকাল বুধবার দুপুরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে সেমিনার। বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মো. আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার খ্যাতিমান অধ্যাপক ও হিউম্যানিস্ট ডিক্লেয়ার আর্নাল্ডো ম্যান্দেজ হেগ। এ সময় উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এরশাদ আহমেদ মুঘল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন