শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০১:০১ এএম

হাইকোর্টের সামনে ড্রামে খণ্ডিত মরদেহ

আশরাফুলের বন্ধু জরেজ  মিয়াকে খুঁজছে পুলিশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০১:০১ এএম

আশরাফুলের বন্ধু জরেজ  মিয়াকে খুঁজছে পুলিশ

ঢাকায় হাইকোর্টের সামনে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে আশরাফুল হক নামে এক যুবকের ২৬ টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার আশরাফুলের বোন আনজিনা বেগম শাহবাগ থানায় মামলা করেন। এজাহারে নাম না জানা ব্যক্তিদের আসামি করা হয়েছে। হত্যাকা-ের এ ঘটনায় নিহতের ‘বন্ধু’ জরেজ মিয়া নামে একজনকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখছে পুলিশ। 

তাকে গ্রেপ্তারে অভিযান চালানোর কথা তুলে ধরে শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, ‘আমরা ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও, অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তে কাজ করছি। আশা করছি, খুব তাড়াতাড়ি প্রধান সন্দেহভাজনসহ জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’ এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে নীল ড্রাম থেকে খ--বিখ- লাশ উদ্ধার করে পুলিশ।

২৬ টুকরার ময়নাতদন্ত সম্পন্ন, জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের: ২৬ টুকরা লাশের প্রথমে পরিচয় পাওয়া না গেলেও আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের ডেটা বেজ থেকে পরিচয় শনাক্ত করা হয়। পুলিশ বলছে, মরদেহটি রংপুরের বদরগঞ্জ উপজলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আশরাফুল হকের। লাশ উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ময়নাতদন্ত করা হয়েছে। এরপর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করার কথা জানিয়েছেন ওসি খালিদ মনসুর।

ঢাকা মেডিকেলের মর্গে আনজিনা বেগম বলেন, আশরাফুলের কারো সঙ্গে ‘ব্যক্তিগত শত্রুতা ছিল না’। গত মঙ্গলবার তার বন্ধু জরেজের সঙ্গে ঢাকায় আসে। বুধবার বিকেলে আশরাফুলের সঙ্গে তার (আনজিনা) সর্বশেষ কথা হয়েছে। এরপর কয়েকবার ফোন দিলে ‘জরেজ ফোন ধরে’ জানায়, আশরাফুল ব্যস্ত আছে। এরপর বৃহস্পতিবার আশরাফুলের লাশ উদ্ধারের খবর পান বোন আনজিনা। ভাইয়ের হত্যাকা-ের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি।

আশরাফুল মিয়ানমার থেকে পেঁয়াজ-আলু আমদানি করতেন: পুলিশ বলছে, কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ আর আলু আমদানি করতেন। পণ্য আমদানির জন্য তার সরকারি লাইসেন্সও রয়েছে।  লাশের পরিচয় মেলার পর যোগাযোগ করা হলে বদরগঞ্জের গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল আলম বলেন, আশরাফুল আগে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানির ব্যবসা করতেন। কয়েক বছর ধরে গ্রামেই থাকতেন।  

চেয়ারম্যানের ভাষ্য, ‘গত সোমবার আসি ইউনিয়ন পরিষদ থাকি ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে গেছে। খুব ভালো ছেলেটা, এ রকম কেন হল কায় জানে।’

গোপালপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মাহফুজার রহমান বলেন, ‘ও এখন জমিজমা কেনাবেচা করত। দুইটা ছেলে-মেয়ে আছে, গ্রামেই থাকে। সোমবার পরিষদে আসছিল, ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে গেল। ঢাকায় ও গেল কবে তা-ও তো জানি না।’ শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের তারিখ ঘোষণার দিন ছিল বৃহস্পতিবার। এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘লকডাউন কর্মসূচি’ ঘোষণা করে। ফলে এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকাজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। হাইকোর্টের সামনে ও পুরো এলাকাতে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর কড়া নজরদারির মধ্যেই লাশের ড্রাম হাইকোর্ট এলাকায় পড়ে ছিল, দুপুরেও স্থানীয় লোকজন সেটি পড়ে থাকতে দেখেন। পরে সন্দেহ হলে তারা পুলিশ ডাকেন। সন্ধ্যায় ড্রাম খুলতেই বেরিয়ে আসে লাশের ২৬ টুকরা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!