চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় গুলি চালিয়ে আব্দুল মান্নান (৪২) নামে শ্রমিক দলের এক নেতাকে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সরফভাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জিলানী মাদ্রাসাসংলগ্ন দুলাইন্নে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুহিদুল্লাহ বাপের বাড়ির এলাকার নাজের আহমদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত এবং ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি বলে জানা গেছে। তার স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্নানের বাড়ি সরফভাটা ইউনিয়ন হলেও তিনি থাকতেন চন্দ্রঘোনায় ভাড়া বাসায়। তিনি সৌদিপ্রবাসী। গত ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর মান্নান দেশে আসেন। দেশে এসে বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত হন। গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সরফভাটার ক্ষেত্রফল বাজারে অবস্থান করছিলেন মান্নান। এ সময় মোটরসাইকেলে করে আসা দুজন অজ্ঞাত সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম সাব্বির বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তার শরীরে চারটি গুলির আঘাত পাওয়া গেছে। তাকে কারা কী জন্য হত্যা করেছে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকা- ঘটতে পারে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর একই ইউনিয়নের শিকদারপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রহমতউল্লাহ নামে এক ব্যক্তি খুন হন।
স্থানীয়রা বলছেন, অল্প সময়ের ব্যবধানে একাধিক হত্যাকা-ে দক্ষিণ রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নে অপরাধপ্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন