শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০১:৪১ এএম

সা ম্প্র তি ক

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০১:৪১ এএম

সা ম্প্র তি ক

গুগল ফটোসে চালু হচ্ছে এআই ফিচার

গুগল ফটোস ব্যবহারকারীদের জন্য ছয়টি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচার চালু করেছে গুগল। এর মধ্যে অন্যতম হলো ‘হেল্প মি এডিট’ ফিচার, যার মাধ্যমে এখন সহজেই ছবি সম্পাদনা করা যাবে। ব্যবহারকারীরা চাইলে প্রতিকৃতি বা দলগত ছবিতে বন্ধ চোখ খোলা, সানগ্লাস সরানোসহ বিভিন্ন পরিবর্তন করতে পারবেন। এ ছাড়া ‘ন্যানো ব্যানানা’ নামের নতুন ইমেজ এডিটর যুক্ত হয়েছে গুগল ফটোসে। এটি ব্যবহার করে ছবি রেনেসাঁ যুগের চিত্রকলা বা মোজাইক স্টাইলে রূপান্তর করা যাবে। একই সঙ্গে ‘ক্রিয়েট উইথ এআই’ নামের নতুন সেকশন চালু হচ্ছে, যেখানে জনপ্রিয় অনুরোধ অনুযায়ী টেমপ্লেট থেকে ছবি সম্পাদনার কাজ শুরু করা যাবে। গুগল জানিয়েছে, ‘আস্ক ফটোস’ ফিচারটি এখন আরও ১০০টির বেশি দেশে ও ১৭টি ভাষায় চালু করা হচ্ছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ছবি লাইব্রেরিতে নির্দিষ্ট বিষয় অনুসন্ধান করতে পারবেন। এ ছাড়া নতুন ‘আস্ক’ বাটনের সাহায্যে ছবি সম্পর্কিত প্রশ্ন করা বা মিল থাকা অন্যান্য ছবি খোঁজাও সম্ভব হবে।

তরুণদের মন জিতে নিচ্ছে ফেসবুক ডেটিং

অনলাইন ডেটিংয়ের জগতে টিন্ডার, বাম্বল নামই সবচেয়ে বেশি শোনা যায়। কিন্তু এতদিন যে ফিচারটি অনেকে তেমন গুরুত্ব দেননি, সেই ফেসবুক ডেটিং এখন জনপ্রিয় হয়ে উঠছে। ২০১৯ সালে চালু হওয়া ফিচারটি নিয়ে তেমন আলোচনায় না থাকলেও সম্প্রতি কোম্পানির তথ্য অনুযায়ী, বর্তমানে ফেসবুক ডেটিংয়ের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ। যা সক্রিয় রয়েছে ৫২টি দেশে। ফেসবুক ডেটিং আলাদা কোনো অ্যাপ নয়। এটি ফেসবুক অ্যাপের মধ্যেই সংযুক্ত একটি ফিচার। যেখানে ব্যবহারকারীরা সহজেই নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পারেন। যুক্তরাষ্ট্রে ১৮ থেকে ২৯ বছর বয়সি ব্যবহারকারীর সংখ্যা এখন প্রায় ১৭ লাখ ৭৭ হাজার। এটি এখনো টিন্ডার, বাম্বলের সমপর্যায়ে পৌঁছায়নি। কিন্তু বাড়তি আগ্রহ স্পষ্ট।

এই ফিচারের সবচেয়ে বড় আকর্ষণ হলোÑ ফেসবুক ডেটিং সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করা যায়। হিঞ্জ বা টিন্ডারের মতো এখানে পছন্দের ম্যাচ আনলক করতে বাড়তি অর্থ খরচ করতে হয় না। তুলনামূলকভাবে, ফেসবুক ডেটিংয়ের এই ফ্রি মডেল তরুণদের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠছে। অনেকেই বলছেন, অন্য অ্যাপের মতো ‘প্রিমিয়াম’ চাপ বা লুকানো খরচ না থাকায় এখানে যোগাযোগের সুযোগটা স্বচ্ছ ও স্বস্তিদায়ক।

গুগল নোটবুকএলএমের নতুন সংযোজন

টেক-বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্ভর টুলসগুলোর ক্রমাগত উন্নতি ঘটছে। এই ধারায়, গুগল তাদের এআই নোট ও গবেষণা সহকারী ‘নোটবুকএলএম’-এ একটি গুরুত্বপূর্ণ আপডেট এনেছে। এই আপডেটে দুটি প্রধান নতুনত্ব যোগ করা হয়েছে। একটি শক্তিশালী ডিপ রিসার্চ টুল এবং বর্ধিত ফাইল টাইপ সাপোর্ট। এই সংযোজনগুলো গবেষণার পদ্ধতিকে আরও মসৃণ ও কার্যকর করে তুলবে বলে আশা করা হচ্ছে।

১.ডিপ রিসার্চ টুল

নোটবুকএলএমের এই নতুন ‘ডিপ রিসার্চ’ টুলটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে জটিল ও বহুমাত্রিক গবেষণা সহজ করার জন্য। এই টুল ব্যবহারকারীকে একাধিক সোর্স থেকে তথ্য নিয়ে সেগুলোকে স্বয়ংক্রিয়ভাবে প্রক্রিয়া করতে সাহায্য করে। যারা দীর্ঘ থিসিস, প্রজেক্ট রিপোর্ট, বা অ্যাকাডেমিক গবেষণা নিয়ে কাজ করেন, তাদের জন্য এই টুলটি একটি গেম-চেঞ্জার। এ

২. বর্ধিত ফাইল টাইপ সাপোর্ট

দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেটটি হল বিভিন্ন ধরনের ডকুমেন্ট ফাইল সাপোর্ট করার ক্ষমতা বৃদ্ধি। পূর্বে সীমিত ফাইল টাইপ সাপোর্ট থাকলেও, এখন ঘড়ঃবনড়ড়শখগ ব্যবহারকারীরা পিডিএফ, ডকস এবং অন্যান্য স্ট্যান্ডার্ড ফাইল ফরম্যাটগুলো সরাসরি আপলোড করতে পারবেন। বিভিন্ন ফাইল ফরম্যাট থেকে তথ্য আপলোড ও প্রক্রিয়া করার সুবিধাটি একটি একত্রিত (টহরভরবফ) কাজের পরিবেশ তৈরি করে। এর অর্থ হলো, গবেষণা বা অফিসের কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য এখন একটি প্ল্যাটফর্মেই পরিচালনা করা সম্ভব।

স্পটিফাইয়ে শোনার অভিজ্ঞতা বদলে যাচ্ছে

মিউজিক এবং পডকাস্টের জগতে অন্যতম জনপ্রিয় নাম স্পোটিফাই এবার অডিওবুকপ্রেমীদের জন্য একটি দারুণ এআই-ভিত্তিক ফিচার চালু করেছে। যার নাম রিক্যাপ। এই নতুন টুলটি অডিওবুক শোনার অভিজ্ঞতাকে আরও সুবিধাজনক এবং সময়োপযোগী করে তুলবে। স্পোটিফাইয়ের এই এআই-চালিত রিক্যাপ ফিচারটি তৈরি করা হয়েছে

ব্যবহারকারীদের মূল্যবান সময় বাঁচানোর জন্য। রিক্যাপ টুলটি স্বয়ংক্রিয়ভাবে এআই ব্যবহার করে আগের শোনা অংশটির একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ উপস্থাপন করবে। অডিওবুক বা পডকাস্টের একটি দীর্ঘ বিরতির পরে যখন পুনরায় শুরু করা হয়, তখন পরোনো অংশগুলো আবার শুনে সময় নষ্ট করতে হবে না। ‘রিক্যাপ’ সরাসরি আপনাকে মূল স্থানে ফিরিয়ে নিয়ে আসবে।

রূপালী বাংলাদেশ

Link copied!