নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নির্বাচন সিরিজ গণসংযোগ ও পথসভায় জনসমর্থন কামনা করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাগাতিপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগে ব্যারিস্টার পুতুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কৃষক কার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং বেকারদের জন্য ভাতা চালু করা হবে। তিনি আরও বলেন, জনদুর্ভোগ কমাতে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা নিশ্চিত ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দলীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি দাবি করেন, ‘মামলার ভয়ে কাউকে ঘরছাড়া থাকতে হবে না এবং গুম-খুনের মতো ঘটনা নির্মূল করা হবে।’ পাশাপাশি লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন