ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারে গাড়ি পার্কিং ও তর্কবিতর্ককে কেন্দ্র করে এক অটোরিকশাচালককে খুন করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে মোটরসাইকেল ও অটোরিকশার সামান্য সংঘর্ষের জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত অটোচালক উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের গ্রাম পুলিশ মৃত তোতা চৌকিদারের ছেলে দেলোয়ার।
স্থানীয় সূত্রে জানা যায়, আউলিয়া বাজার উত্তর মোড় মাদ্রাসা রোড এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে ধাক্কা লাগলে বাজারের মুদি ব্যবসায়ী বিল্লাল মিয়ার সঙ্গে নিহত দেলোয়ারের বাকবিত-া শুরু হয়। মুহূর্তের মধ্যেই উত্তেজিত হয়ে মোটরসাইকেলচালক কাটার লাঠি দিয়ে অটোরিকশাচালকের মাথায় আঘাত করেন। আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অটোরিকশাচালক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা শয্য হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন