মেয়েদের কাবাডি বিশ^কাপে খেলতে ঢাকায় আসছে না মেসির আর্জেন্টিনা। ফ্লাইট জটিলতায় দলটি বাংলাদেশে আসতে পারছে না বলে ফেডারেশন সূত্রে জানা গেছে। আজ থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপে এখন অংশ নেবে ১১টি দেশ। এরই মধ্যে শুক্রবার সকালে জাঞ্জিবার এবং বিকেলে ভারত ঢাকায় এসেছে। আর্জেন্টিনা দল এই প্রথমবার নারীদের কাবাডি বিশ্বকাপে খেলার জন্য আশায় বুক বেঁধেছিল। তাদের দলে অ্যালিন ও গ্যাবির মতো খেলোয়াড় রয়েছেন। ফুটবলের মতো তাদেরও কাবাডির ভবিষ্যৎ ‘ম্যারাডোনা-মেসি’ ভাবা হচ্ছে! তাদের প্রধান কোচ রিকার্ডো একুনাও তাদের কাবাডির ভবিষ্যৎ ম্যারাডোনা ও মেসি বলে আখ্যায়িত করে রেখেছেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘আমরা আর্জেন্টিনাকে আনার জন্য সব রকমের চেষ্টা করেছিলাম। কিন্তু আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন শেষ মুহূর্তে তাদের না আসার বিষয়টি জানিয়েছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন