শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০২:৩৮ এএম

নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্র

ম্যাচটি জেতা উচিত ছিল : হামজা

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০২:৩৮ এএম

ম্যাচটি জেতা উচিত ছিল : হামজা

ঘরের মাঠে সফরকারী নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। অথচ ম্যাচটি জেতার কথা ছিল বাংলাদেশের। জোড়া গোল করে বাংলাদেশের জয়ের সম্ভাবনা তৈরি করে দেন দেওয়ান হামজা চৌধুরী। কিন্তু শেষ মুহূর্তে গোল করে বাংলাদেশের জয় কেড়ে নেয় নেপাল। এই ম্যাচ জেতা উচিত ছিল বলে মনে করেন বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ-নেপাল ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আরও এক হতাশার রাতের শেষ হলো। ম্যাচটা অবশ্যই জেতা উচিত ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ এমন ভালোবাসার জন্য। বড় একটা ম্যাচের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। আলহামদুলিল্লাহ।’

এ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৬ ম্যাচে ৪ গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন তিনি। তা ছাড়া জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে চোখধাঁধানো বাইসাইকেল কিকে গোল করে প্রশংসায় ভাসছেন তিনি, যে তালিকায় আছেন জাতীয় ক্রিকেটার রুবেল হোসেন ও তাসকিন আহমেদরাও। অন্যদিকে, আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে হামজা-জায়ানরা খেলার আশায় আছেন। তারা চোট পেলেও এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে ম্যাচ শেষে জানিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা, ‘গুরুতর কিছু নয়, সামান্য পেশির টান। এমন কিছু হয়নি, যাতে করে ভারত ম্যাচের জন্য তারা ঝুঁকিতে থাকবে।’ গত ম্যাচে জয় না পাওয়ায় হতাশ কাবরেরাও। তিনি বলেন, ‘সামগ্রিকভাবে  হতাশাজনক এক পারফরম্যান্স। আমরা সেটা জানি। ম্যাচটা সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। এবং এই উইন্ডোর মূল লক্ষ্য হলো ভারতের বিপক্ষে তিন পয়েন্ট অর্জন করা সেখানে মনোযোগ দিতে হবে।’ শেষ মুহূর্তে গোল হজমের প্রসঙ্গে কাবরেরা বক্তব্য, ‘আমি বলব না এটা মানসিক সমস্যা। এমন পরিস্থিতির মোকাবিলায় শতবার অনুশীলন করেছি। কিন্তু যেকোনো কারণে সেটা কাটাতে পারিনি। এমনটা হতে পারে, কিন্তু এটা সত্যি যে বারবার ঘটছে। আমরা ভিডিও বিশ্লেষণ করব, ভুলগুলো সংশোধন করব এবং এখন যে চার দিন সময় আছে,  ভারতের বিপক্ষে যেন এমন না হয়, সেই প্রস্তুতি নেব।’ তিনি আরও বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি। অনেক সময় এসব পরিস্থিতি আমরা ভালোভাবেই সামলাই, কিন্তু ফুটবলে যেকোনো কিছু ঘটতে পারে। প্রতিপক্ষও এসব নিয়ে কাজ করে। আমাদের কাজ হলো ভুলগুলো ঠিক করা এবং ভারতের ম্যাচে যেন এমন না হয় তা নিশ্চিত করা।’ কাবরেরা জানান, এখন মনোযোগ দিতে হবে ভারতের বিপক্ষে ম্যাচে জয়ের দিকে।

রূপালী বাংলাদেশ

Link copied!