মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৭:৫৫ এএম

বাংলাদেশ-আয়ারল্যান্ডের সিরিজ নির্ধারণী ম্যাচ আজ

জয় নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ : টেইট

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৭:৫৫ এএম

জয় নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ : টেইট

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ^কাপের দশম আসর। এই বিশ^কাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সফরকারী আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় লিটন কুমার দাসরা। এবার শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজও ২-১ ব্যবধানে নিজেদের করে নিতে চায় তারা। সিরিজ জয়ের আত্মবিশ^াস নিয়েই বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ^কাপে যাবে বলে প্রত্যাশা করছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ শন টেইট। 

আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে চট্টগ্রামে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। এ ম্যাচ সামনে রেখে গতকাল চট্টগ্রামে সংবাদ সম্মেলনে সাবেক অস্ট্রেলিয়ান পেসার টেইট বলেন, ‘আমাদের চিন্তা-ভাবনা খুব বেশি জটিল করার প্রয়োজন নেই। আমার মনে হয়, আমাদের শুধু ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতার দিকে মনোযোগ দেওয়া উচিত। যখনই আপনি কোনো আন্তর্জাতিক ম্যাচ জিতেন, সেখান থেকে কিছু আত্মবিশ্বাস পাবেন।’ দ্বিতীয় ম্যাচে আইরিশদের দেওয়ার লক্ষ্য তাড়ায় ৪ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সেই প্রেরণা তৃতীয় ম্যাচে কাজে লাগবে বলে বিশ^াস টেইটের। তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা সবচেয়ে ভালো যেটা করতে পারি, তা হলোÑ গত ম্যাচে আমরা যে ম্যাচটি জিতেছি, সেখান থেকে পাওয়া আত্মবিশ^াস নিয়ে ভালো খেলা এবং সেটা ম্যাচে কাজে লাগানো। আশা করি, আমরা জিতব।’ সিরিজ জিতে আত্মবিশ^াস নিয়েই টি-টোয়েন্টি বিশ^কাপে যেতে চান টেইট। এই বোলিং কোচ বলেন, ‘সিরিজ শেষে কিছুটা বিরতি আছে। কিন্তু সেই আত্মবিশ^াসটা আমাদের সঙ্গেই থাকবে। আমরা যদি একটা জয় পাই, সেটাই সবচেয়ে ভালো ব্যাপার। তাই আমার মনে হয় না আমাদের এখনই খুব বেশি চিন্তাভাবনা কঠিন করার দরকার আছে।’ প্রতিপক্ষ যে দলই হোক মাঠে শক্ত লড়াই চান টেইট। তিনি বলেন, ‘আয়ারল্যান্ড কিছু ভালো ক্রিকেট খেলেছে। বেশ ভালো কিছু খেলোয়াড়ও আছে তাদের। দেখে মনে হচ্ছে, ওরা বেশ গোছানো একটা টি-টোয়েন্টি দল। আমরাও একটা ভালো চ্যালেঞ্জ-ই চেয়েছি। আপনারা জানেন, আমাদের পরবর্তী মিশন বিশ^কাপ। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য এর চেয়ে বড় কিছু (মঞ্চ) আর হতে পারে না।’ এরই মধ্যে ২০২৬ টি-টোয়েন্টি বিশ^কাপের গ্রুপ ও সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে সাবেক দুই বিশ^চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির গ্রুপে পড়েছে বাংলাদেশ। এ প্রসঙ্গে টেইট বলেন, ‘প্রতিপক্ষ কারা সেটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ, যার বিপক্ষেই খেলি না কেন, আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে। এটাই (চলমান সিরিজ) তো প্রস্তুতি। এরপর বিপিএল ও প্র্যাকটিস ম্যাচ আছে, তারপর বিশ^কাপ। এটাই প্রস্তুতি।’

এদিকে, বর্তমানে জাতীয় দল থেকে ছুটিতে থাকলেও তাসকিন আহমেদের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে কোচ টেইটের। তিনি বলেন, ‘তাসকিনকে টি-টেন খেলতে দেখেছি। ওর সঙ্গে আমার দারুণ সম্পর্ক। আমাদের জন্য সে ইম্পরট্যান্ট প্লেয়ার। সিনিয়র প্লেয়ার, ভালো লিডার। তার সঙ্গে নিয়মিতই কথা হচ্ছে। সে শুধু একজন ফাস্ট বোলার না, একজন লিডার। সবাই তাকে অনুসরণ করে। তার সঙ্গে কাজ করতে অনেক ভালো লাগে। তাকে প্রথম দেখার অনেক বছর হয়ে গেছে। এখন সে অনেক ভালো একজন খেলোয়াড়। একজন লিডার। তার মতো কাউকে দলে পাওয়া সৌভাগ্যের।’ আরেক পেসার মোস্তাফিজ প্রসঙ্গে টেইট বলেন, ‘ফিজ অভিজ্ঞতায় পরিপূর্ণ। সবকিছু খুব সাধারণ রাখে। সে জানে তার শক্তির জায়গা। গোটা বিশ্বজুড়ে খেলেছে। সে হাই স্ট্যান্ডার্ড সেট করে রেখেছে, সবাই ভালো পারফরম্যান্সই আশা করে। সবসময়ই ভালো পারফর্ম করে আসছে এবং সেরা খেলোয়াড়রা এমনই করে থাকে। আইপিএল থেকে শুরু করে সবখানে তাকে চায়, কারণ সে কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!