কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নে কামাত আঙ্গারীয়া (ভাসানীপাড়া) গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়। জানা গেছে, কামাত আঙ্গারীয়া গ্রামে গতকাল সকাল থেকে জমিতে ধান কাটার কাজ করছিলেন স্থানীয় কৃষকরা। হঠাৎ করে তাদের চোখে পড়ে বিশাল একটি অজগর সাপ। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সার্কেল এএসপি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উৎসুক জনতা যাতে সাপটির কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য ঘটনাস্থল ঘিরে সুরক্ষাবেষ্টনী তৈরি করে পুলিশ। পরে স্থানীয় এক সাপুড়ের সহায়তায় সাপটি উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন