জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তঘেঁষা আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুল বাগানের ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে কে বা কারা বিদ্যালয়ের সামনে লাগানো ফুলের বাগান ভেঙে ফেলে। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের বিক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ে প্রাঙ্গণে এ কর্মসূচি করেন তারা। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার রাতের অন্ধকারে কে বা কারা বিদ্যালয়ের সামনে লাগানো ডালিম, জলপাই, পেয়ারা, আতা, জবা, গাঁদা, চেরি, গোলাপ, টগর ও পাতাবাহারÑ সবমিলিয়ে ২৯টি গাছ ভেঙে ও উপড়ে নষ্ট করে। এ সময় বাগানের গ্রিল খুলে নিয়ে যায় এবং বিদ্যালয়ের প্রতিটি রুমের তালা নষ্ট করে দেয়। গককাল সকালে বিদ্যালয়ে এসে এসব ঘটনা দেখে ক্ষোভে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন