নতুন সিনেমার শুটিংয়ে নামছেন ‘ছায়াবৃক্ষ’ও লালশাড়ি’ সিনেমার নির্মাতা বন্ধন বিশ্বাস। দীর্ঘদিন ধরে গল্প বাছাই, গবেষণা ও প্রস্তুতির পর তিনি এবার নিয়ে আসছেন সম্পূর্ণ নতুন ঘরানার সিনেমা ‘সিক্রেট’।
নির্মাতা জানান, ইতোমধ্যেই সিনেমাটির চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে এবং প্রি-প্রোডাকশনের কাজও প্রায় শেষ পর্যায়ে। খুব শিগগিরই শুরু হবে শুটিং।
এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক আদর আজাদ। পাশাপাশি আরও কয়েকজন পরীক্ষিত অভিনয়শিল্পী যুক্ত হবেন বলে জানা গেছে।
আরও জানা যায়, সিনেমাটি রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার ঘরানার, যেখানে প্রেম; বিশ্বাস, প্রতারণা আর অপরাধের জটিল বুননে এগোবে গল্প। চরিত্রগুলোর ভেতরে লুকিয়ে থাকা অজানা দিকগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে কাহিনির অগ্রগতির সঙ্গে।
নির্মাতা জানিয়েছেন, সামনে আসন্ন বড় কোনো উৎসবকে কেন্দ্র করে ‘সিক্রেট’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন