‘আই লাভ ইউ’ হোক অথবা ‘বোঝে না সে বোঝে’ না, কিংবা ‘লে ছক্কা’। একসময় পায়েল সরকারের সাদামাটা লুকস দর্শকদের মন জয় করত সহজেই। তাকে দেখলে পুরুষ হৃদয়ের ধুকপুকানি বেড়ে যেত। তারই সঙ্গে পায়েলের অভিনয়ও ছিল অসাধারণ। তবে এই মুহূর্তে সেভাবে নায়িকাকে বড় পর্দায় দেখা যাচ্ছে না। যদিও তার সমসাময়িক নায়করা এখনও চুটিয়ে অভিনয় করে চলেছেন। পায়েলকে শেষবার পর্দায় দেখা গিয়েছে ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ সিনেমাতে। সামাজিক মাধ্যমে বেশ সরব পায়েল। নিজের ফটোশট ও ভিডিও মাঝে মধ্যেই শেয়ার করে থাকেন। সম্প্রতি একটি ভিডিও পায়েল শেয়ার করতেই জুটল আন্টি তকমা।
ভিডিওতে পায়েলকে দেখা যাচ্ছে খোলামেলা পোশাকে। গোটা শরীর ভেজা। আবেদনময়ী ভঙ্গিমায় তাকে পোজ দিতে দেখা গেল ক্যামেরার সামনে। বোল্ড লুকসে পায়েলকে দেখে ঘুম উড়েছে নেট দুনিয়ার। তবে তারই সঙ্গে জুটেছে একাধিক কটাক্ষ। নেটিজেনের একাংশের কাছে পায়েলকে একেবারেই এই লুকসে ভালো লাগছে না। আর তাতেই ট্রোলড করতে শুরু করে দেন দেব-অঙ্কুশের নায়িকাকে।
পায়েলের ঝুলিতে বাংলা সিনেমার তালিকাটা বেশ দীর্ঘ। ওয়েব সিরিজেও ডেবিউ করে ফেলেছেন নায়িকা। তিনি কোনও স্টারকিড নন কিংবা পারিবারিক সূত্রেও অভিনয়ে আসেননি। তাই বাংলা ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করার চাপ বরাবরই ছিল তার ওপর।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন