মৃৎশিল্প
সাজ্জাদ সাদিক
মেলা থেকে কিনেছিলাম
মাটির পুতুল জোড়া,
হাঁড়ি-পাতিল, মাটির চুলা
কালো রঙের ঘোড়া।
মাটির হাতি, চিত্রা হরিণ
একটি সবুজ পাখি,
মেলা থেকে কিনেছিলাম
টিফিন দিয়ে ফাঁকি।
কিনেছিলাম মাটির ব্যাংক
রাখতে আনা, সিকি,
ষোলো আনায় খরিতদারে
করেছিল বিকি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন