শীতের আমেজ
সোমা মুৎসুদ্দী
শীতের আমেজ এলো আবার
ঠান্ডা শীতল হাওয়া
বছর ঘুরে শীত ঋতুকে
আবার ফিরে পাওয়া।
কৃষক ছোটে মাঠের পানে
ফসল ফলায় সুখে
পিঠাপুলির ধুম পড়ে যায়
বাংলাদেশের বুকে।
আগুন পোহায় দাদি-নানি
চাদর গায়ে খুকি
মাঝে মাঝে মেঘের ফাঁকে
সূর্য ও দেয় উঁকি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন