চট্টগ্রামের সীতাকু- পৌরসভা এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় শিমুল ধর (৫৫) নামের এক জুয়েলারি দোকানের কর্মচারী নিহত হয়েছেন। গত রোববার রাত ৯টার দিকে পৌরসদরের রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শিমুল ধর রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত শিমুল ধর ফটিকছড়ির মৃত আশুতোষ ধরের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সীতাকু- রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন