চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আয়েশা সিদ্দিকা তিনমা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের হামিদ মাঝির নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার নাজিরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড কদল তালুকদার বাড়ির ওমান প্রবাসী ফারুকের মেয়ে। তার স্বামী লিয়াকত আলী দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। প্রতিবেশী ও পরিবার সূত্রে জানা যায়, সকাল ১০টার পরও তিনমা শয়ন কক্ষ থেকে বের না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পান তারা। ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম জানান, ‘প্রাথমিক তদন্তে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ও বিস্তারিত তদন্তের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন