জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাস্টিকের ট্যাবলেট ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুই বেয়াইয়ের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে উপজেলার পাররামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুজনের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাায় রাতে মারা যান এবং অন্যজন সোমবার সকালে মারা যায়। নিহতরা হলেন- বানিয়াপাড়া গ্রামের কানকু মিয়া (৪৫) ও পোড়াভিটা গ্রামের কমল মিয়া (৫০)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কমল মিয়া বেয়াই কানকু মিয়ার বাড়িতে বেড়াতে যান। দুপুরের খাবারের পর দুজনের গ্যাস্টিকের সমস্যা অনুভূত হলে তারা গ্যাস্টিকের ওষুধ ভেবে ঘরে রাখা ইঁদুর মারার ট্যাবলেট সেবন করেন। ট্যাবলেট সেবনের কিছুক্ষণের মধ্যে তাদের বুকে জ্বালা ও বমি শুরু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথে রাত ১১টার দিকে কানকু মিয়া মারা যান। পরে সোমবার সকালে কমল মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতদের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ‘দুই কৃষকের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। উভয় পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করা হয়েছে। তবে এ বিষয়ে নিয়মিত অপমৃত্যুর মামলা রুজু হবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন