বরগুনার বেতাগী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মুহ. সাদ্দাম হোসেন। এ উপলক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনও মুহ. সাদ্দাম হোসেন বলেন, ‘বেতাগীর মানুষের জীবনমান উন্নয়ন ও সরকারি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান অগ্রাধিকার। আমি সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে আমি সবার সহযোগিতা কামনা করছি।’ উপজেলা শিক্ষা অফিসার মো. ওয়াহিদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, বেতাগী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জলিলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুল ইসলাম সোহরাব, সেক্রেটারি প্রভাষক মো. শাহাদাৎ হোসেন মুন্না এবং বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন খান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন