টাঙ্গাইলের বাসাইল ও সখীপুর উপজেলায় লাবীব গ্রুপের চেয়ারম্যান দানবীরখ্যাত সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে দেড় লাখ শীতার্তর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে তিন হাজার অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের সমাপ্তি ঘটে। জানা গেছে, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী লাবীব গ্রুপের চেয়ারম্যান দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে বাসাইল ও সখীপুর উপজেলার বিভিন্ন গ্রামের শীতার্তদের মাঝে দেড় লাখ কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এরপর গত ২৭ নভেম্বর সখীপুর উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে সখীপুর ও বাসাইল পৌরসভাসহ প্রত্যেকটি ইউনিয়নে এ কম্বল বিতরণ করা হয়। বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে তিন হাজার মানুষের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের সমাপ্তি হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন