মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:৪০ এএম

ফুটবল বিশ্বকাপে নজর কাড়বেন যারা

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:৪০ এএম

ফুটবল বিশ্বকাপে নজর কাড়বেন যারা

২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র হয়েছে। আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে এই বৈশি^ক আসর। আর এই মহাযজ্ঞে নজর থাকবে পুরো বিশে^র ফুটবলপ্রেমীদের। এর মধ্যে বিশেষ নজর থাকবে এমন কিছু খেলোয়াড়দের দিকে। যারা এরই মধ্যে চিনিয়েছেন নিজের জাত। ৪৮ দলের ১২টি গ্রুপ থেকে এমন ২৪ জনের নাম তুলে এনেছে ফক্স স্পোর্ট। বিশ^কাপে যারা আলো কাড়তে পারেন, তাদের পারফরম্যান্স ও শক্তির জায়গা তুলে ধরা হলোÑ

মেক্সিকো : স্ট্রাইকার রাউল হিমেনেজ

১২১ ম্যাচে ৩৪ গোল করা হিমেনেজই দুর্বল ফর্মে থাকা মেক্সিকোর প্রধান ভরসা। ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ডের কাছ থেকে দাপুটে পারফরম্যান্স চায় স্বাগতিকরা। 

দক্ষিণ কোরিয়া : উইঙ্গার সন হিউং-মিন

টটেনহ্যামের কিংবদন্তি সন এখন এলএএফসিতে যোগ দিয়ে ১৩ ম্যাচে ১২ গোল ও তিন অ্যাসিস্ট করেছেন। দেশের জার্সিতে তার গোল ৫৪টি, ক্যাপ ১৫৪। কোরিয়ার সবচেয়ে বড় তারকা তিনিই।

কানাডা : লেফট ব্যাক আলফানসো ডেভিস

চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় বায়ার্ন তারকা ডেভিস। ফিট থাকলে বিশ্বের দ্রুততম ও সেরা লেফট ব্যাকদের একজন তিনি।

সুইজারল্যান্ড : মিডফিল্ডার গ্রানিত জাকা

১৪৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জাকা বর্তমানে সান্ডারল্যান্ডে দারুণ ফর্মে। চতুর্থ বিশ্বকাপে সুইসদের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ এই তারকা।

ব্রাজিল : উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র

রিয়াল মাদ্রিদের ‘ভিনি’ এখন ব্রাজিল দলের সবচেয়ে বড় নাম। ক্লাবে সাফল্য পেলেও দেশকে বড় কিছু এনে দেওয়াই তার পরবর্তী চ্যালেঞ্জ।

মরক্কো : রাইট ব্যাক আশরাফ হাকিমি

চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি তারকা হাকিমি বিশ্বের সেরা আক্রমণাত্মক রাইট ব্যাক। ডান প্রান্তে তার গতি মরক্কোকে টুর্নামেন্টে বিপজ্জনক করে তুলবে।

যুক্তরাষ্ট্র : উইঙ্গার ক্রিশ্চিয়ান পুলিসিচ

‘ক্যাপ্টেন আমেরিকা’ এখন এসি মিলানে দুর্দান্ত ফর্মে। ৮২ ম্যাচে ৩২ গোল করা পুলিসিচ ফর্মে থাকলে যুক্তরাষ্ট্র বড় কিছু করতে পারে।

অস্ট্রেলিয়া : মিডফিল্ডার জ্যাকসন আরভাইন

‘এ’ লিগ ও স্কটিশ প্রিমিয়ার লিগে একাধিকবার সিজনের সেরা দলে জায়গা পাওয়া আরভাইন জাতীয় দলে ৭৯টি ম্যাচ খেলেছেন এবং কোয়ালিফায়ারে নিয়মিত গোল করেছেন।

জার্মানি : মিডফিল্ডার জামাল মুসিয়ালা

চোটের কারণে না খেললেও বায়ার্নের তরুণ তারকা ফিট থাকলে জার্মানির আক্রমণ তাকে কেন্দ্র করেই সাজানো হয়।

ইকুয়েডর : মিডফিল্ডার মোইসেস কাইসেদো

চেলসির এ মিডফিল্ডার এখন প্রিমিয়ার লিগের সেরাদের একজন। ইকুয়েডরের ডিফেন্সেও রয়েছে তারকা জুটি হিন কাপিয়ে-উইলিয়ান পাচো।

নেদারল্যান্ডস : সেন্টার ব্যাক ভার্জিল ভ্যান ডাইক

আক্রমণে তারকা কম থাকলেও ডিফেন্সে ভ্যান ডাইকই ডাচদের নেতা। লিভারপুলের হয়ে আবারও নিজেকে বিশ্বসেরা প্রমাণ করতে চান তিনি।

জাপান : উইঙ্গার তাকেফুসা কুবো

রিয়াল সোসিয়েদাদের হয়ে দারুণ মৌসুম কাটানো কুবো জাপানের অন্যতম সেরা খেলোয়াড়। ইউরোপ ও আন্তর্জাতিক মঞ্চে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ।

বেলজিয়াম : গোলকিপার থিবো কোর্তোয়া

ডি ব্রুইনে-লুকাকুর যুগ ফুরালেও কোর্তোয়া এখনো বিশ্বের সেরা গোলকিপারদের একজন। বেলজিয়ামের ভরসা তিনিই।

ইরান : স্ট্রাইকার মেহেদি তারেমি

১০৩ ম্যাচে ৫৬ গোল করা তারেমি ইরানের মূল গোলমেশিন। ইন্টার মিলানে খারাপ মৌসুম কাটালেও এখন অলিম্পিয়াকোসে ফিরেছেন ফর্মে।

স্পেন : উইঙ্গার লামিনে ইয়ামাল

মাত্র ১৮ বছর বয়সে বার্সার হয়ে ১০০ ম্যাচ ও ইউরোজয়ী স্পেন দলের সদস্য ইয়ামাল এখন বিশ্ব ফুটবলের পরবর্তী সুপারস্টার।

উরুগুয়ে : মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে

আগে উরুগুয়ে নির্ভর করত সুয়ারেজ-কাভানির ওপর। এখন পুরো দলের খেলার কেন্দ্রে থাকেন রিয়াল মাদ্রিদের অদম্য মিডফিল্ডার ভালভার্দে।

ফ্রান্স : স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে

২৬ বছরেই ৪০০ গোল পার! ২০১৮ বিশ্বকাপজয়ী, ২০২২ ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপ্পে এই মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে আগুনে ফর্মে।

নরওয়ে : স্ট্রাইকার আর্লিং হালান্ড

বিশ্বের সেরা গোলস্কোরার। আন্তর্জাতিক পর্যায়ে মাত্র ৪৮ ম্যাচে ৫৫ গোল। ওডেগার্ড-সোরলথকে সঙ্গে নিয়ে মারাত্মক আক্রমণ গড়তে পারেন তিনি।

আর্জেন্টিনা : ফরোয়ার্ড লিওনেল মেসি

খেলবেন কি না নিশ্চিত না হলেও মেসি থাকলে দায়িত্ব তিনিই নেবেন। না খেললে তার জায়গায় মূল ভরসা হবেন অ্যাথলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ।

অস্ট্রিয়া: সেন্টার ব্যাক ডেভিড আলাবা

১১১ ম্যাচ খেলা আলাবাই অস্ট্রিয়ার নেতা। পাশাপাশি আরনাউতোভিচ ও বুন্দেসলিগার কিছু মিডফিল্ডারও নজর কাড়তে পারেন।

পর্তুগাল: মিডফিল্ডার ভিতিনিয়া

পিএসজির মিডফিল্ড ইঞ্জিন ভিতিনিয়া এখন পর্তুগাল দলের মূল কা-ারি। ক্রিশ্চিয়ানো রোনালদো থাকলেও পর্তুগালের খেলা অনেকটাই নির্ভর করে তার ওপর।

কলম্বিয়া : মিডফিল্ডার হামেস রদ্রিগেজ

২০১৪ বিশ্বকাপের নায়ক হামেস এখন ৩৪ বছর বয়সে মেক্সিকোর ক্লাব লিওনে খেলছেন। ক্লাব পর্যায়ে উত্থান-পতন থাকলেও জাতীয় দলে এখনো কলম্বিয়ার ভরসা তিনি।

ইংল্যান্ড : স্ট্রাইকার হ্যারি কেইন

ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা। বায়ার্নে যোগ দিয়ে ৭৫ ম্যাচে ৭৬ গোল করেছেন। বেলিংহামকেও বিবেচনা করা যেত, তবে অধিনায়ক হওয়ায় প্রথম পছন্দ কেইন।

ক্রোয়েশিয়া : মিডফিল্ডার লুকা মদ্রিচ

৪০ বছর হলেও এসি মিলানে দুর্দান্ত ফর্মে আছেন। ক্রোয়েশিয়ার তারকা শক্তি কমলেও মদ্রিচের এক ঝলক জাদুই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!