মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:৪১ এএম

জাতীয় টেবিল টেনিস শুরু আজ

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:৪১ এএম

জাতীয় টেবিল টেনিস শুরু আজ

আজ ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৫। এর আগে ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৭ দিনব্যাপী শহিদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার ঘোষণা থাকলেও খেলোয়াড়দের প্র্যাকটিসের ভেন্যুর সীমাবদ্ধতার কথা চিন্তা করে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ একই ভেন্যুতে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তারিখ ৯ দিন পেছানোর পাশাপাশি এবার টুর্নামেন্ট শুরু হচ্ছে অনূর্ধ্ব-৯, ১১, ১৩, ১৫ এবং ১৭ বালক এবং বালিকাদের সিঙ্গেলস র্যাংকিং আসরের মাধ্যমে। প্রতিযোগিতার প্রথম দুই দিনÑ অর্থাৎ ৯ এবং ১০ জানুয়ারি বালক-বালিকাদের শুধু সিঙ্গেলস র্যাঙ্কিং অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯-এর নিচে বাংলাদেশের জাতীয় কোনো র্যাঙ্কিং নেই।

১১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৮ দিন অনূর্ধ্ব-১৯ বালক-বালিকা এবং সিনিয়র পুরুষ- মহিলাদের মধ্যে বহুল আকাক্সিক্ষত সর্বমোট ১৪টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিনিয়র ক্যাটাগরিতে ৭টি ইভেন্ট এবং জুনিয়র (অনূর্ধ্ব-১৯) ক্যাটাগরিতে ৭টি ইভেন্ট। এগুলো হলোÑ (১) পুরুষ দলগত (২) পুরুষ একক (৩) পুরুষ দ্বৈত (৪) মহিলা দলগত (৫) মহিলা একক (৬) মহিলা দ্বৈত (৭) মিশ্র দ্বৈত। জুনিয়র (অনূর্ধ্ব ১৯) ক্যাটাগরিতে বালক ও বালিকা বিভাগের মধ্যে (অনূর্ধ্ব-১৯) (৮) বালক একক (৯) বালক দ্বৈত (১০) বালক দলগত (১১) বালিকা একক (১২) বালিকা দ্বৈত (১৩) বালিকা দলগত এবং (১৪) মিশ্র দ্বৈত। জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় বালক বিভাগের শীর্ষ ৮ জন খেলোয়াড় সিনিয়র ক্যাটাগরিতে পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে। বালিকাদের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যার কোনো সীমাবদ্ধতা নেই । অর্থাৎ যেকোনো বয়সি বালিকারা সিনিয়র ক্যাটাগরিতে খেলার সুযোগ পাবে।

উল্লেখ্য, জেলা ও বিভাগীয় ক্রীডা সংস্থার খেলোয়াড়-কর্মকর্তারা ১টি যাতায়াতভাতা (নিজ জেলার থেকে নন-এসি পরিবহনের প্রকৃত ভাড়া) দৈনিক ভাতা বাবদ ফেডারেশন কর্তৃক নির্ধারিত টাকা পাবেন। যেসব সংস্থা বা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন তারা হলো : (১) জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা (২) শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয় (৩) সার্ভিসেস দলসমূহ। যেমন-বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ জেল পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বিকেএসপি, বাংলাদেশ রেলওয়ে, বিআরটিসি, বিটিএমসি, পল্লী বিদ্যুৎ, কাস্টমসসহ সরকারি প্রতিষ্ঠানসমূহ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!