মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:৪১ এএম

রিয়াল মাদ্রিদের মাঠে সেল্টার কীর্তি

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:৪১ এএম

রিয়াল মাদ্রিদের মাঠে সেল্টার কীর্তি

স্প্যানিশ লা লিগায় পথ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের মাঠে জয়ের কীর্তি গড়েছে সেল্টা ভিগো। তারা ২-০ গোলে হারায় রিয়ালকে। রিয়াল এমন অপ্রত্যাশিত হার দেখেছে, তা-ও সেটা ৯ জনের দল নিয়ে! ১১ বছর পর রিয়াল মাদ্রিদের মাঠে জিতেছে সেল্টা। এই হারে চাপ বাড়ছে কোচ জাবি আলোনসোর ওপর। ম্যাচের পর আলোনসো নিজের ক্ষোভ গোপন করেননি। বলেছেন, ‘আমরা সবাই ক্ষুব্ধ। আমরা এমন ম্যাচ চাইনি, তেমনি ফলও চাইনি। যত দ্রুত সম্ভব আমাদের সামনে এগোতে হবে। শেষ পর্যন্ত এটা তো তিন পয়েন্টের ব্যাপার। এখন সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।

এই তিক্ততা সেখানেই দূর করতে হবে।’ এই হারের পর দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ব্যবধান চারেই থাকলো। লা লিগায় শেষ পাঁচ ম্যাচে তাদের জয় মাত্র একটিতে। বিরতির সাত মিনিট পরই বদলি নামা উইলিয়ট সোয়েডবার্গ দারুণ এক ফ্লিক শটে বল জালে পাঠিয়ে সেল্টাকে এগিয়ে দেন। ৬৪ মিনিটে রিয়াল আরও বিপদে পড়ে। মাত্র এক মিনিটের ব্যবধানে দুই হলুদ কার্ড দেখে ফ্রান গার্সিয়াকে বাদ পড়তে হয়। তাতে দশজনের দলে পরিণত হয় রিয়াল। ৯২ মিনিটে আলভারো কারেরাসও দ্রুত পরপর দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ৯ জনের দলে পরিণত হয় রিয়াল!

কারেরাসের বিদায়ের পর সোয়েডবার্গ তার দ্বিতীয় গোলটি করে রিয়ালকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেন। তাতে লা লিগায় ২০১৪ সালের মে মাসের পর রিয়ালের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে সেল্টা। এরপর টানা ২২ ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। তবু রিয়ালের সুযোগ ছিল। কাছ থেকে আরদা গুলেরের শট অল্পের জন্য বাইরে দিয়ে গেছে। আর কিলিয়ান এমবাপ্পের চিপ বেরিয়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

রূপালী বাংলাদেশ

Link copied!