ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ভারতীয় গরু জব্দ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০১:৫৬ এএম

নওগাঁর পোরশা সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোরশা উপজেলার নীতপুর সীমান্তের টেট্টা গ্রামের ‘সাধুর ডীপ’ এলাকায় নিয়মিত তল্লাশি ও নজরদারি অভিযান চালাচ্ছিল ১৬ ব্যাটালিয়নের আওতাধীন নীতপুর বিওপির একটি বিশেষ টহল দল। টহল কমান্ডার সুবেদার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই টহলের সদস্যরা সীমান্তবর্তী ওই স্থানে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ভারতীয় গরুটি দেখতে পান। পরে গরুটি জব্দ করে বিজিবি ক্যাম্পে আনা হয়। জব্দকৃত গরুটি নিয়মিত প্রটোকল অনুযায়ী পতœীতলা শুল্ক কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।