বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০২:৪১ এএম

সবসময় দর্শকের কাছাকাছি থাকতে চাই

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০২:৪১ এএম

সবসময় দর্শকের কাছাকাছি থাকতে চাই

ওপার বাংলার চিত্রনায়িকা রূপসা মুখোপাধ্যায়। জি বাংলার ‘এসো মা লক্ষ্মী’ ধারাবাহিকের মহালক্ষ্মী এবং পরবর্তীকালে স্টার জলসার ‘ওম নমহ: শিবায়’ ধারাবাহিকের দেবী লক্ষ্মীÑ এই দুই ধারাবাহিকে অভিনয় করে টালিউডে নিজের পাকাপোক্ত জায়গা করেন এই অভিনেত্রী। এরপর ২০১৯ সালে ‘কে তুমি নন্দিনী’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে ডেবিউ করেন। তারপর আরও কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। আগামী শুক্রবার কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রূপসা অভিনীত নতুন সিনেমা ‘দানব’। সিনেমাটি পরিচালনা করেছেন আতিউল ইসলাম। নতুন সিনেমা ও সমসাময়িক নানা প্রসঙ্গে কথা বলেছেন দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন রুহুল আমিন ভূঁইয়া

দানব’ সিনেমাটি কেন দর্শকদের দেখা উচিত?

সাইকো থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। আমার চরিত্রের নাম উমা। অনেক স্বপ্ন আছে তার চোখে। সে ভবিষ্যতে বাবাকে ভালো রাখার স্বপ্ন দেখে। যার সঙ্গে বিয়ে হবে তার সঙ্গে সুখে সংসার করার স্বপ্ন দেখে। ও একটা নার্সিংয়ের কাজ পায়। কাজের জন্য কলকাতা আসার পরেই জীবনটা বদলে যায়। সেটা কী বা কেন তার জন্য সিনেমাটা দেখতে হবে। দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, এখন ভালো ভালো সিনেমা হচ্ছে। দর্শক হলমুখী হচ্ছেন। সেটা ভালো ব্যাপার। মোহনা ফিল্মস যেভাবে এগিয়ে এসেছে এই সিনেমার জন্য তার জন্য কৃতজ্ঞ। আজ দর্শকরা হলে এসে এই সিনেমা দেখলে আমাদের পরিশ্রম সার্থক হবে। খুব মজা করে কাজ করেছি। আমরা একটা ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা দর্শক বিচার করবে।

এখনকার সিনেমা থেকে এর গল্প কতটা আলাদা?

এখন বাংলা সিনেমায় একে অপরের পাশে এসে দাঁড়াচ্ছে। ভালো গল্পের সিনেমা হচ্ছে। দানব একেবারে আলাদা সিনেমা বলব না। কারণ, সিনেমা সব ঘুরেফিরে একই হয়। তবে এই সিনেমায় পরিচালক দর্শকদের জন্য একটা গল্প বলতে চেয়েছে তার ভাবনা থেকে। সেই জায়গা থেকে বলব সিনেমাটি দেখে দর্শক নিরাশ হবে না। ভালো একটি গল্প পাবে। এমন চরিত্রে আগে কখনো কাজ করিনি। তা ছাড়া এর গল্প দর্শককে পুরো সময় হলে হলে বসিয়ে রাখবে। প্রথমবার ডোমের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। দর্শক চাহিদা অনুযায়ী সবকিছু এই সিনেমায় আছে। দর্শকরা সিনেমাটি তাদের ভালোবাসায় রাখলে সামনে আরও ভালো কিছু পাওয়া যাবে।

হাতে আর কি কাজ রয়েছে?

একটি নতুন সিনেমার কাজ রয়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে আয়ান দে পরিচালিত ‘হাতিম গোরের হত্যাকা-’ সিনেমার শুটিং শুরু করব। নতুন বছরের শুরুটা হবে নতুন সিনেমা দিয়ে, ভাবতেই দারুণ লাগছে। শিগগিরই হইচই-এর একটি ওয়েব সিরিজের কাজ শুরু করব। ‘জান্নাত’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি শক্তিশালী কাজ নিয়ে আলোচনা চলছে, যা আগামী বছর আশাবাদী করে তুলেছে।

ওটিটির কাজ কেমন হচ্ছে?

ওটিটির কাজ খুবই ভালো হচ্ছে। একটা সময় ওটিটিতেই সব কাজ মুক্তি পেত। ওটিটির জন্য কাজের সংখ্যা বেড়েছে। জানুয়ারিতে ওটিটির একটা কাজ করব। আরও বেশি ওটিটিতে কাজ করতে চাই। আমি সবসময় দর্শকের কাছাকাছি থাকতে চাই।

ছোট পর্দা, বড় পর্দা এবং ওটিটি। কোন মাধ্যমে কাজ করে স্বাচ্ছন্দ্যেবোধ করেন?

আমার ক্যারিয়ার শুরু হয়েছে ছোট পর্দা দিয়ে। যে কারণে ছোট পর্দার জন্য আলাদা একটা টান আছে। ছোট পর্দা আমি ভীষণভাবে সম্মান করি। তবে বড় পর্দায় কাজ করার একটা মজা আছে। কারণ বড় পর্দা দেখে বেড়ে ওঠা। লুকিয়ে লুকিয়ে প্রচুর সিনেমা দেখেছি। ছোটবেলা থেকেই নিজেকে বড় পর্দায় দেখার স্বপ্ন দেখতাম। বড় পর্দায় অভিনয়ের সুযোগ পাওয়াই আমার কাছে বড় ব্যাপার। তবে মাধ্যম বিষয় না। ভালো কাজ হওয়া জরুরি। সেটা যে মাধ্যমই হোক। আমি সবসময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই।

ঢাকায় নতুন কাজের খবর আছে কী?

কথা চলছে কিন্তু এখনো চূড়ান্ত কিছু হয়নি। বাংলাদেশে কাজের খুব ইচ্ছে ছিল। বিশেষ করে শাকিব খানের বিপরীতে কাজের জন্য মুখিয়ে আছি। যদি কখনো সুযোগ হয় করব। তবে এরই মধ্যে বাংলাদেশের একটি সিনেমায় কাজ করেছি। আমি আশাবাদী শাকিব খানের সঙ্গে কাজ হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!