১০ ডিসেম্বর ১৯৭১। মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে এই দিনে রাজধানী ঢাকা ছাড়া দেশের বেশ কয়েকটি জেলা শত্রুমুক্ত হয়। এই দিনে পাক হানাদার বাহিনীর হাত থেকে ময়মনসিংহের দামাল ছেলেরা নিজ জেলাকে মুক্ত করেন। একই দিনে মাদারীপুর, ভোলা ও নড়াইল শত্রুমুক্ত করা হয়।
ধ্বংসযজ্ঞ শেষে ৮ ডিসেম্বর যখন পাক হানাদার বাহিনী মাদারীপুর ছেড়ে যাচ্ছিল তখন মুক্তিযোদ্ধারা বিস্ফোরক দিয়ে এই ব্র্রিজটি উড়িয়ে তাদের আটকে দেয়। এরপর টানা তিনদিন যুদ্ধে মুক্তিবাহিনী, পাকিস্তানি সেনাদের কোণঠাসা করে ফেলে তাদের আত্মসমর্পণ করাতে বাধ্য করে।
ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়ে ঢাকার দিকে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। ময়মনসিংহ শহরে ডাকবাংলো, কোওয়াটখালি, বড়বাজার, নিউমার্কেট, কালীবাড়ি ও সাহেব আলি রোড এলাকায় পাক হানাদার বাহিনী বহু নিরীহ সাধারণ মানুষকে হত্যা করে।
দীর্ঘ ৮ মাসের যুদ্ধ শেষে শত্রুমুক্ত হয় ভোলা জেলা। ১৯৭১ সালের ১৩ এপ্রিল থেকে নড়াইলে অবস্থান নেওয়ার পর গণহত্যা শুরু করে পাকবাহিনী। এ সময় জেলার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র সংগ্রহ এবং প্রতিরোধ সংগ্রাম শুরু করে মুক্তিযোদ্ধারা। আস্তে আস্তে হানাদার বাহিনীর সবগুলো ঘাঁটি দখলে নেয় তারা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন