ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

যুদ্ধ বন্ধে পুতিনকে বৈঠকের আহ্বান জেলেনস্কির

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৩:১০ এএম

ইউক্রেন যুদ্ধ অবসানে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এই প্রস্তাব দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করার এক দিন পর এ আহ্বান জানালেন জেলেনস্কি।

এর আগে ট্রাম্প দাবি করেন, তার দূতের সঙ্গে পুতিনের আলোচনাটি ‘অত্যন্ত ফলপ্রসূ’ হয়েছে। যদিও হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ অবসান না হওয়া পর্যন্ত মস্কোর বাণিজ্যিক অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সেই কথোপকথনে ইউরোপীয় নেতারাও যুক্ত ছিলেন।

ট্রাম্প তাকে জানিয়েছেন, তিনি ‘খুব শিগগিরই’ পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন। জেলেনস্কি বলেন, ‘আমরা ইউক্রেন থেকে বারবার বলেছি, সত্যিকার সমাধানের পথ খুলে দিতে হলে শীর্ষ নেতৃত্ব পর্যায়ে বৈঠকই সবচেয়ে কার্যকর উপায় হতে পারে। এখন দরকার হলো, এমন বৈঠক কখন হবে এবং কোন বিষয়গুলো আলোচনায় আসবে, তা নির্ধারণ করা।’