শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১১:৪৮ পিএম

যুদ্ধের শেষ চায় গাজাবাসী

স্বীকৃতির পরও রক্তে ভেজা ভূখণ্ড 

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ১১:৪৮ পিএম

স্বীকৃতির পরও রক্তে ভেজা ভূখণ্ড 

‘শিশুরা বিস্ফোরণের শব্দে সব সময় কাঁপছে। আমারও ভয়ে আছি। তারা হাজার বছরের পুরোনো একটি নগরী নিশ্চিহ্ন করে ফেলছে আর বিশ্ব সাড়ম্বরে একটি রাষ্ট্রের প্রতীকী স্বীকৃতি দিচ্ছে, যে পদক্ষেপ আমাদের হত্যা করা বন্ধ করতে পারবে না।’ গাজা সিটির এক বাসিন্দা চ্যাট অ্যাপের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন। তিনি বলেছেন, ‘আমরা অসহায়। আমাদের দক্ষিণের দিকে সরে যাওয়ার অর্থ নেই। আর ইসরায়েল যে আমাদের ওপর বোমা ফেলবে না, সে নিশ্চয়তাও নেই। সে কারণে আমরা এখানেই থাকছি।’ ইসরায়েলি বাহিনী সাবরা ও তেল আল-হাওয়া এলাকায় বিস্ফোরকভর্তি যানের বিস্ফোরণ ঘটিয়েছে। ইসরায়েলের ট্যাংক গাজা সিটির পশ্চিম দিকে অনেকখানি ভেতরে অগ্রসর হয়েছে। বিস্ফোরণের কারণে বহু ঘরবাড়ি ও রাস্তা ধ্বংস হওয়ার কথা জানিয়েছে বসিন্দারা।

ফিলিস্তিনকে পশ্চিমাদের দেওয়া রাষ্ট্রের স্বীকৃতি যুদ্ধের ভয়াবহতা থামাতে পারেনিÑ সে কথাই গাজাবাসীকে মনে করিয়ে দিচ্ছে গাজা সিটির গভীরে ঢুকতে থাকা ইসরায়েলি ট্যাংক। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া পশ্চিমা দেশের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালের পর এই স্বীকৃতি দিয়েছে ফ্রান্সও। কিন্তু এর পরও ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলের জাতিগত নিধন অভিযান। গাজা সিটির গভীর থেকে গভীরে ঢুকছে ইসরায়েলের ট্যাংক। 

বিশ্বের শক্তিধর দেশগুলো এখন এই যুদ্ধ বন্ধ করুকÑ সেটিই এই মুহূর্তে ক্লান্ত-শ্রান্ত গাজাবাসীর চাওয়া। গাজায় ইসরায়েলের প্রায় দুই বছরের যুদ্ধের পর উল্লেখযোগ্য কূটনৈতিক পরিবর্তন ঘটিয়ে বিশ্বনেতারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বাগত জানাতে জাতিসংঘ সম্মেলনে জড়ো হওয়ার পরদিনই ইসরায়েল গাজা সিটি অভিযানে অগ্রসর হয়।

ফিলিস্তিনকে স্বীকৃতির এই উদ্যোগ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে তীব্র সমালোচনার শিকার হচ্ছে। ইসরায়েল বলছে, এই পদক্ষেপ ফিলিস্তিনি ভূখ-ে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা ক্ষুণœ করবে। ফিলিস্তিনি ভূখ- গাজার বেশির ভাগ এলাকায় এরই মধ্যে ইসরায়েলের লাগাতার হামলায় ধ্বংস হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, মঙ্গলবার ইসরায়েলের হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৮ জন গাজা সিটির। সেখানকার হাসপাতালগুলোও প্রয়োজনীয় জিনিসের অভাবের মুখে রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ সোমবার সৌদি আরবের সঙ্গে আয়োজিত এক বৈঠকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাইলফলক পদক্ষে নিলেও এতে গাজায় মাঠ পর্যায়ের পরিস্থিতির কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন, ফ্রান্সের পদক্ষেপ এক বৈরী সিদ্ধান্ত। ম্যাক্রোঁ ্ও ইসরায়েল সরকারের মধ্যকার আস্থা আবার নতুন করে গড়ে তুলতে হবে বলে তিনি মন্তব্য করেন।

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে বহুল প্রতীক্ষিত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আশা করছে পশ্চিমা দেশগুলো। ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে ১৯৯৩ সালে অসলো চুক্তির মাধ্যমে যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল, তার ভিত্তি ছিল এই দ্বিরাষ্ট্র সমাধান। কিন্তু ইসরায়েল ও এর মিত্র দেশগুলোর অনাগ্রহের কারণে এ উদ্যোগ আজও বাস্তবায়ন হয়নি। তার পরও সম্প্রতি গাজা সিটিতে নতুন করে দখল অভিযান শুরু করেছে ইসরায়েল।

স্থলসেনারা গাজা সিটির গভীরে অগ্রসর হয়েছে। এই অভিযান যুদ্ধবিরতির সব রকম সম্ভাবনাই নস্যাৎ করে দিয়েছে। গাজা সিটি গাজা ভূখ-ের রাজধানী। সেখানে একসময় হামাসের সবচেয়ে শক্তিশালী ব্যাটেলিয়ন ছিল। ইসরায়েলের হামলার মুখে গাজা সিটি থেকে পালিয়ে যাওয়া বসিন্দা আবু মুস্তফা বলেন, আমরা কি এখন ফিলিস্তিন রাষ্ট্রের নাগরিক হিসেবে হত্যার শিকার হচ্ছি? এটাই কি ঘটছে? আমরা চাই যুদ্ধ শেষ হোক, আমাদের বলিদান বন্ধ হোক। এটাই এখন আমাদের দরকার, কোনো ঘোষণার দরকার নেই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতারা উপস্থিত ছিলেন। ট্রাম্প বলেন, ‘আমরা গাজা যুদ্ধ শেষ করতে চাই। আমরা এটা শেষ করব।’ তিনি আরও জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আলাদা বৈঠক হবে।

গাজায় ইসরাইলি বাহিনীর বিমান ও স্থল হামলায় বুধবার (২৪ সেপ্টেম্বর) অন্তত ১৫ জন নিহত হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই শিশু বলে জানিয়েছে ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগ।

চারদিক থেকে গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে শহরের ভেতরে ও আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে তিনটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ডিভিশন। খবর আল জাজিরার। গাজায় চলছে ইসরায়েলের সামরিক অভিযান গিডিয়নস চ্যারিয়ট। গাজা সিটি দখলের এই নতুন মিশনে সেনাবাহিনীর আরও একটি ডিভিশন মোতায়েন করেছে আইডিএফ। বেড়েছে হামলার পরিধি। সামরিক অনুমান অনুসারে, ৬ লাখেরও বেশি বাসিন্দা এরই মধ্যে গাজা শহর ছেড়ে চলে গেছে। গত এক দিনে হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩৬ জন ফিলিস্তিনি। ইসরায়েলি হামলায় দিশেহারা হয়ে পড়েছে হামাস। 

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের সিটি হলে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করেন বাসিন্দারা। যদিও শহর কর্তৃপক্ষের অনুমোদন না নেওয়ার অভিযোগে ২৫ মিনিট পর পতাকা নামিয়ে ফেলা হয়। জাতিসংঘ আজ উদাসীনতার ভারে ভেঙে পড়ছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উদ্বোধনের সময় এ মন্তব্য করেন তিনি।

তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি। জাতিসংঘ মহাসচিব বলেছেন, আজ জাতিসংঘের নীতিমালা ‘অবরুদ্ধ’। শান্তি ও অগ্রগতির স্তম্ভসমূহ আজ দায়মুক্তি, বৈষম্য ও উদাসীনতার ভারে ভেঙে পড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে গাজার যুদ্ধ থামাতেই হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা অবস্থায় তিনি এ মন্তব্য করেন। খবর সামা টিভির।


 

রূপালী বাংলাদেশ

Link copied!