রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০২:০৮ এএম

‘ক্যাস্ত্রোর হাতে রক্ত লেগে আছে’, রিওতে প্রাণঘাতী অভিযানের পর গভর্নরের পদত্যাগ দাবি

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০২:০৮ এএম

‘ক্যাস্ত্রোর হাতে রক্ত লেগে আছে’, রিওতে প্রাণঘাতী অভিযানের পর গভর্নরের পদত্যাগ দাবি

ব্রাজিলের রিও ডি জেনিরো অঞ্চলের ইতিহাসের সবচেয়ে মারাত্মক পুলিশি অভিযানের পর শহরে শত শত লোক বিক্ষোভ মিছিল করেছে। তারা রাজ্যটির গভর্নর ক্লডিও ক্যাস্ত্রোর পদত্যাগের দাবি জানিয়েছেন। আলজাজিরা জানিয়েছে, শুক্রবার বিক্ষোভকারীরা ভিলা ক্রুজেইরোতে জড়ো হয়, যেখানে পুলিশ প্রাণঘাতী অভিযান চালিয়েছিল। গত সপ্তাহের অভিযানে চার পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১২১ জন নিহত হয়। গত মঙ্গলবার রিওজুড়ে প্রায় ২৫০০ পুলিশ এবং সৈন্য ‘কমপ্লেক্সো দে আলেমাও’ এবং ‘কমপ্লেক্সো দা পেনহা ফাভেলাসে’ কুখ্যাত গ্যাং কমান্ডো ভারমেলহোকে (রেড কমান্ড) লক্ষ্য করে খাড়া পাহাড়ের ঢালে নির্মিত নি¤œ আয়ের এবং জনাকীর্ণ এলাকা ফাভেলাসে অভিযান চালায়। সাঁজোয়া যান এবং হেলিকপ্টারের সাপোর্টে থাকা অফিসাররা গ্যাং সদস্যদের কাছ থেকে প্রতিশোধের শিকার হন। ফলে শহরজুড়ে বিশৃঙ্খলার দৃশ্য দেখা দেয়। রাজ্য সরকার দাবি করেছে, এখন পর্যন্ত চিহ্নিত ৯৯ জন সন্দেহভাজনের মধ্যে ৪২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল এবং কমপক্ষে ৭৮ জনের বিরুদ্ধে ব্যাপক অপরাধমূলক রেকর্ড ছিল। শুক্রবারের বিক্ষোভের একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘১২০ জন প্রাণ হারানো কোনো সাফল্য নয়।’ অন্য একটিতে লেখা ছিল, ‘ক্যাস্ত্রোর হাতে রক্ত লেগে আছে।’ সরকারের ঘোষিত উদ্দেশ্য ছিল, গ্যাং নেতাদের ধরা এবং তাদের কমান্ডের আঞ্চলিক সম্প্রসারণকে চ্যালেঞ্জ করা। সাম্প্রতিক বছরগুলোতে গ্যাংটি শহরের ফাভেলা এবং অন্যান্য এলাকার ওপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছে। কর্তৃপক্ষ প্রথমে দাবি করেছিল, মাত্র ৬৪ জন নিহত হয়েছে। কিন্তু পরের দিন বাসিন্দারা কাছাকাছি একটি জঙ্গলে আরও অনেক মৃতদেহ দেখতে পান। শুক্রবার স্থানীয়রা, রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী ও পূর্ববর্তী অভিযানে ছেলেদের হারানো শোকাহত মায়েরা ভিলা ক্রুজেইরোতে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। বেশির ভাগ লোকের ক্ষোভ রিও রাজ্যের ডানপন্থি গভর্নর ক্যাস্ত্রোর প্রতি ছিল। বিক্ষোভকারীরা তাকে ‘হত্যাকারী’ বলে অভিহিত করেন। গভর্নরের পদত্যাগ দাবি করে এবং তাকে কারাগারে পাঠানোর দাবি জানিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘ক্যাস্ত্রোকে বাদ দাও, গণহত্যা বন্ধ করো!’ 

রূপালী বাংলাদেশ

Link copied!