কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্র নতুন করে কোনো বাণিজ্য আলোচনা করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ‘বিকৃতভাবে’ ব্যবহার করায় কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনায় তিনি আগ্রহী নন। আলজাজিরার খবরে বলা হয়, বিজ্ঞাপনটি নিয়ে ট্রাম্প প্রশাসন আপত্তি জানানোর পরপরই কানাডা তা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। এমনকি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ বিষয়ে দুঃখ প্রকাশও করেন। তবুও প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বিজ্ঞাপনটি প্রচার করা ‘অনুচিত’ এবং এ কারণেই বাণিজ্য আলোচনা আর পুনরায় শুরু করা হবে না। ট্রাম্প বলেন, ‘আমি তাকে (কার্নিকে) সম্মান করি, কিন্তু তারা যা করেছে তা ভুল ছিল। বিজ্ঞাপনটি বিভ্রান্তিকর ছিল বলে তিনি এরইমধ্যে ক্ষমা চেয়েছেন।’ অবশ্য এ বিষয়ে প্রধানমন্ত্রী কার্নির দপ্তর কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে, গত সপ্তাহে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-কানাডা চলমান বাণিজ্য আলোচনা বাতিল করেন এবং কানাডার পণ্যে প্রতিশোধমূলক অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। বিতর্কিত বিজ্ঞাপনটি তৈরি করেছিল অন্টারিও প্রদেশ সরকার। যা মেজর লিগ বেসবলের ওয়ার্ল্ড সিরিজের প্রথম খেলায় সম্প্রচারিত হয়। ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করছিল টরন্টো ব্লু জেস ও লস অ্যাঞ্জেলেস ডজার্স। বিজ্ঞাপনে রোনাল্ড রিগ্যানের একটি পুরোনো বক্তব্য ব্যবহার করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন