ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ১২, আহত অনেকে

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০২:১০ এএম

ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে একাদশী উৎসবের দিনে প্রচ- ভিড় হয়। এই ভিড়ে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। শনিবার সকালে ওই প্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এই ঘটনা ঘটে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শত শত নারী পূজার ঝুড়ি ধরে সিঁড়িতে দৌড়াচ্ছেন এবং নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। পরে মন্দির প্রাঙ্গণে বেশ কয়েকটি মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়া কিছু নারীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাকর্মীরাও তাদের বাঁচাতে ব্যাপক চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, মন্দিরের কিছু অংশে নির্মাণকাজ চলার কারণে অল্প জায়গায় ভিড় বাড়তে থাকে। এ ছাড়া মন্দিরটি সরকারি এন্ডাউমেন্টস ডিপার্টমেন্টের অধীনে না থাকায় স্থানীয় প্রশাসনকে ভিড়ের বিষয়ে আগে থেকে অবহিত করা হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পদদলিতের ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। সূত্র : এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস। শনিবার (১ নভেম্বর) এ খবর জানিয়েছে এনডিটিভি।