ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ঘন কুয়াশার সুযোগ নিয়ে ইউক্রেনে ঢুকছে রুশ বাহিনী

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫, ০২:১৪ এএম

পূর্ব ইউক্রেনের যুদ্ধ এখন যেন টিভি সিরিজ ‘গেম অব থ্রোনসের’ এক বাস্তব সংস্করণ, যেখানে শীত হয়ে উঠেছে রাশিয়ার অস্ত্র। ঘন কুয়াশার সুযোগে ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর পোকরভস্কে আরও গভীরে প্রবেশ করছে রুশ সেনারা।

ইউক্রেনের সপ্তম এয়ারবোর্ন অ্যাসল্ট কর্পস জানিয়েছে, ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে রুশ বাহিনী শহরটি ঘেরাও করার প্রচেষ্টা জোরদার করেছে। এক বছরেরও বেশি সময় ধরে রাশিয়া শহরটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, বর্তমানে ৩০০ থেকে ৫০০ রুশ সেনা সেখানে অবস্থান করছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পরিস্থিতি এখনো ‘অত্যন্ত জটিল’। এদিকে, ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দর সিরস্কি জানিয়েছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া ফ্রন্টে পরিস্থিতি ‘উল্লেখযোগ্যভাবে অবনতি’ হয়েছে এবং তিনটি বসতি রাশিয়ার দখলে গেছে।তবে সিরস্কি বলেছেন, রাশিয়ার সবচেয়ে সক্রিয় অভিযান চলছে পোকরভস্ককে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, রুশ সৈন্যরা নাগরিক গাড়ি ও মোটরবাইকে করে কুয়াশাচ্ছন্ন রাস্তায় নির্ভয়ে চলাচল করছে।

বিবিসি ভিডিওটির অবস্থান যাচাই করে জানিয়েছে, এটি পোকরভস্ক শহরের দক্ষিণ উপকণ্ঠে সেলিদোভে-পোকরভস্ক মহাসড়কের দৃশ্য। ইউক্রেনীয় ৬৮তম ব্রিগেডের ‘শেরশনি দোভবুশা’ ইউনিটের ড্রোনচালক গুজ (ছদ্মনাম) বিবিসিকে জানিয়েছেন, কয়েক দিনের ঘন কুয়াশায় আকাশ থেকে নজরদারি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে রুশ সেনাদের দল গাড়িতে চড়ে হামলা চালাচ্ছে, যা সাধারণত ইউক্রেনীয় ড্রোনের হামলায় মুহূর্তেই ধ্বংস হয়ে যেত। গুজ বলেন, তার ইউনিট নিয়মিতভাবে রুশ সৈন্যদের ছোট ছোট দলকে শনাক্ত করে ধ্বংস করছে। ভাইরাল ভিডিওতে দেখা অভিযানে তার ইউনিটও অংশ নেয়। তিনি দাবি করেন, রুশ কনভয় আংশিকভাবে ধ্বংস হয়েছে, তবে কুয়াশার কারণে হামলার দৃশ্যটি ভিডিও করা সম্ভব হয়নি। এক সপ্তাহ আগেও জেলেনস্কি বলেছিলেন, পোকরভস্কে প্রায় ৩০০ রুশ সেনা লড়ছে।

এখন সংখ্যাটি আরও বেড়েছে বলে ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে। শহরের দক্ষিণাঞ্চল ইতোমধ্যে রুশ দখলে গেছে। ইউক্রেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ‘ডিপস্টেট’ জানিয়েছে, রুশ সেনারা এখন পোকরভস্কের অধিকাংশ এলাকায় প্রবেশ করেছে এবং শহরটির পতন ‘সময়ের ব্যাপার মাত্র।’ রুশ সেনারা এখন ড্রোন, গোলাবর্ষণ এবং স্থল হামলার মাধ্যমে পোকরভস্কে ইউক্রেনীয় বাহিনীর সাপ্লাই রুটগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছে।

ইউক্রেনীয় সামরিক বিশ্লেষক কোস্তিয়ানতিন মাশোভেৎস বলেন, রাশিয়ার এই পদ্ধতিকে ‘ইনফিলট্রেশন ট্যাকটিকস’ বলা হয়। তারা ছোট ছোট দল পাঠিয়ে ইউক্রেনীয় ড্রোনচালকদের টার্গেট করছে, যাতে নজরদারি দুর্বল হয়ে পড়ে। তিনি আরও জানান, নগর এলাকায় রুশ সেনারা অনেক সময় স্থানীয় বা ইউক্রেনীয় সেনার পোশাক পরে অনুপ্রবেশ করে, যাতে বিভ্রান্তি তৈরি হয়। পরে মূল রুশ বাহিনী সেই বিশৃঙ্খলার সুযোগে বড় আক্রমণ চালায়।