সরকারি হাসপাতালে সেবা নিতে হলে আফগান নারীদের বাধ্যতামূলক বোরকা পরতে হবে বলে নির্দেশ দিয়েছে তালেবান সরকার। আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা মেডেসিনস সায়েন্স ফ্রন্টিয়ারস (এমএসএফ) জানিয়েছে, এরই মধ্যে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের হাসপাতালগুলোতে নির্দেশনাটি কার্যকর করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, গত ৫ নভেম্বর থেকেই এই নতুন নিয়ম কার্যকর করেছে তালেবান কর্তৃপক্ষ। এমএসএফের আফগানিস্তান প্রোগ্রাম ম্যানেজার সারা শাতো বিবিসিকে বলেন, ‘এই বিধিনিষেধ নারীদের জীবনকে আরও কঠিন করে তুলছে এবং তাদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকারে বড় বাধা সৃষ্টি করছে। এমনকি জরুরি চিকিৎসা প্রয়োজন এমন নারীরাও তালেবান সরকারের এমন সিদ্ধান্তে প্রভাবিত হচ্ছেন।’ হেরাত আঞ্চলিক হাসপাতালে শিশুদের চিকিৎসাসেবা নিয়ে কাজ করা সংস্থাটি জানায়, হাসপাতালে প্রবেশের ক্ষেত্রে নারীদের বোরকা পরা বাধ্যতামূলক করায় প্রথম কয়েক দিনে জরুরি অবস্থার রোগী ভর্তি প্রায় ২৮ শতাংশ কমে গেছে। শাতো বলেন, ‘তালেবান সদস্যরা স্বাস্থ্যকেন্দ্রের গেটে দাঁড়িয়ে বোরকা না পরা নারীদের ভেতরে ঢুকতে বাধা দিচ্ছেন। এটি মানবাধিকারবিরোধী।’ অন্যদিকে তালেবান সরকারের পাপ-পুণ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ-উল-ইসলাম খাইবার এমএসএফের সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এই খবর সম্পূর্ণ মিথ্যা।

