ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

কিয়েভজুড়ে রুশ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০২:৫৩ এএম

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এসব হামলায় আহত হয়েছে আরও অনেক মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জেলেনস্কি রুশ হামলাকে ‘নীচ ও পরিকল্পিত’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কিয়েভে প্রায় ৪৩০টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে ডজনখানেক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের জ¦ালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শহরের কয়েকটি ভবনে গরম পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, দেশটির আরও কয়েকটি অঞ্চলকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

রুশ কৃষ্ণসাগরীয় বন্দর নভোরোসিস্কে ইউক্রেনের রাতের হামলায় শেস্কহারিস তেল শোধনাগারে আগুন লাগে। একটি জাহাজ ও কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনেও আঘাত লাগে। ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ বলেন, হামলায় তিনজন নাবিকসহ চারজন আহত হয়েছেন। এতে প্রধান তেল ডিপো ও কনটেইনার টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

নভোরোসিস্কের মেয়র আন্দ্রেই ক্রাভচেঙ্কো জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার পর তেল রপ্তানি স্থগিত করা হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, রাত ১২টা ১ মিনিটে আশ্রয় নেওয়ার সতর্কতা জারি করা হয়। কিয়েভে ভয়ংকর শব্দ শোনা যাচ্ছে। শহরের প্রায় সব জেলাতেই আবাসিক ভবনের ওপর হামলা হয়েছে।